আপডেট : ১৮ নভেম্বর, ২০২২ ১১:৫৬
আর্জেন্টিনা দলে দুই বদল
দৈনিক বাংলা ডেস্ক

আর্জেন্টিনা দলে দুই বদল

চোট নিয়ে ছিটকে গেছেন হোয়াকিন কোরেয়া। ছবি: টুইটার

পরশু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচের পরই লিওনেল স্কালোনি জানিয়ে রেখেছিলেন, আর্জেন্টিনা দলে বদল আসতে পারে। আর্জেন্টিনা কোচের শঙ্কাই সত্যি হয়েছে। আর্জেন্টিনা দলে দুটি বদল এসেছে।

বাদ পড়েছেন নিকোলাস গনসালেস ও হোয়াকিন কোরেয়া, তাদের বদলে দলে ডাক পেয়েছেন থিয়াগো আলমাদা ও আনহেল কোরেয়া।

লেফট উইঙ্গার নিকোলাস গনসালেস ও লেফটব্যাক মার্কোস আকুনিয়ার ফিটনেস নিয়ে গত পরশু থেকেই শঙ্কা ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের পর স্ট্রাইকার হোয়াকিন কোরেয়া বাঁ হাঁটুতে চোট পেয়েছেন বলেও খবর আসে। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানায়, তাদের চোট অতটা গুরুতর নয়, কিন্তু শতভাগ ফিট থেকে খেলা নিয়ে শঙ্কা আছে।

এরপরই কাল আসে বদলের ঘোষণা। আলমাদা ও আনহেল কোরেয়া আগেই আর্জেন্টিনার প্রাথমিক দলে ছিলেন। গতকাল কাতারের দিকে রওনা হওয়ার পথে বিমানবন্দরে শত শত মানুষ এসেছেন আলমাদা ও আনহেল কোরেয়াকে ‘সি-অফ’ করতে।

এই দুই বদলেই আর্জেন্টিনা দলে চোট শঙ্কা শেষ হয়ে যায়নি। লেফটব্যাক আকুনিয়ার ফিটনেস নিয়ে সংশয় আছে। আজ শুক্রবার দলে অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কঠোর পরীক্ষা-নিরীক্ষা হবে, সেখানে পাশ না করলে আকুনিয়ার বিশ্বকাপও শুরুর আগেই শেষ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ফাকুন্দো মেদিনাকে ডাকতে পারে আর্জেন্টিনা।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে না নামা তারকাদের মধ্যে ডিফেন্ডার ক্রিস্তিয়ানো রোমেরো ও স্ট্রাইকার লওতারো মার্তিনেসকে নিয়ে শঙ্কা নেই বলেই জানা গেছে। সব ঠিক থাকলে ২২ ডিসেম্বর সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই তারা খেলবেন।