ব্রাজিল সমর্থকদের কাছে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। বিশ্বকাপের সফলতম দলটি যে আজই নামছে মাঠে! প্রতিপক্ষ সার্বিয়া। ম্যাচ নিয়ে এর মধ্যেই শেষ মূহুর্তের প্রস্তুতি শেষ দুই শিবিরে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ দিবাগত রাত একটায় মাঠে নামছে দুই দল।
ব্রাজিলের হয়ে রক্ষণভাগ সামলাতে বর্ষীয়ান সেন্টারব্যাক থিয়াগো সিলভা নামছেন - নিশ্চিত। আর মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়বেন এই চেলসি তারকা। ব্রাজিলের হয়ে কখনও বিশ্বকাপ না জিতলেও, আজ যা করতে চলেছেন, তা তাঁর আগে রোনালদো, রোনালদিনিও, জিকো, পেলে, তোস্তাও, গাহিশাঁ, সক্রেতিস - কেউই করতে পারেননি। ইতিহাসের প্রথম ব্রাজিলিয়ান হিসেবে তিন বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি।
ব্রাজিলের কোচ চিচি এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, সবগুলো ম্যাচে থিয়াগো সিলভাই থাকবেন দলের অধিনায়ক। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে একেক ম্যাচে একেক অধিনায়ক-তত্ত্ব প্রয়োগ করলেও, এবার সেখান থেকে সরে এসেছেন চিচি। ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক এর আগে ব্রাজিলকে ২০১৮ ও ২০১৪ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্রাজিল যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে, সে পাঁচবার দলের অধিনায়ক ছিলেন হিলদেরালদো বেলিনি, মাউরো রামোস, কার্লোস আলবের্তো, দুঙ্গা ও কাফু। দেখা যাক, তৃতীয়বারের চেষ্টায় থিয়াগো সিলভা সে তালিকায় নিজের নামটা তুলতে পারেন কি না!
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা