আপডেট : ১৭ মে, ২০২২ ১৬:৪১
রাজশাহীতে অস্ত্রসহ অস্ত্রব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্রসহ অস্ত্রব্যবসায়ী গ্রেপ্তার

২টি ওয়ান শুটার গান

রাজশাহীর বাঘা থেকে ২ টি ওয়ান শুটার গানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। তার নাম-মো. রাকিবুল ইসলাম ওরফে শাান্ত (২৮)। র‌্যাবের দাবি সে অবৈধ অস্ত্র ব্যাবসায়ী। গত সোমবার দিনগত রাত ৮ টার দিকে গোকুলপুর গ্রামের একটি আম বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব-৫, মোল্লাপাড়া সিপিএসসির (ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি) অধিনায়ক মেজর মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যে জানা যায়, গোকুলপুর গ্রামের খেয়াঘাটের পাশের আম বাগানে একজন সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছে। এ তথ্যে ওই আম বাগানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেন্দেহভাজন ব্যক্তিটি পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান ছাড়াও অস্ত্র বেচা-কেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।