আপডেট : ১২ আগস্ট, ২০২২ ০৬:২৪
সীমান্তের গ্যাংদের নিয়ে সিনেমা ‘বর্ডার’

সীমান্তের গ্যাংদের নিয়ে সিনেমা ‘বর্ডার’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয় সিনেমার ফার্স্ট লুক পোস্টার। ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকা ঘিরে গড়ে উঠেছে অপরাধ চক্র। পাচার হয় মানুষ, গরুসহ মাদকদ্রব্য। দেশের সীমান্তবর্তী এলাকার এমন নানা অপরাধমূলক ঘটনা প্রায়ই গণমাধ্যমে আসে। এবার তেমন গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা।

পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে সিনেমাটির নাম ‘বর্ডার’। সীমান্তবর্তী এলাকার অপরাধ চক্রের মধ্যেকার সংঘাত মূলত গল্পের উপজীব্য। মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। এর আগে প্রচারের অংশ হিসেবে প্রকাশ পেল সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।

জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয় পোস্টারটি। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির, কাহিনী আসাদ জামানের।

সিনেমাটিতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ। প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান।