আপডেট : ২৮ নভেম্বর, ২০২২ ১৫:২৬
এক ওভারে ৭ ছক্কা রুতুরাজের
ক্রীড়া ডেস্ক

এক ওভারে ৭ ছক্কা রুতুরাজের

রুতুরাজ গায়কোয়াড়

ক্রিকেট ইতিহাসে মাত্র ৯ ব্যাটসম্যান এক ওভারে ৬টি ছক্কা মারতে পেরেছেন। তবে ভারতের তরুণ ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড় ছাড়িয়ে গেলেন সব রেকর্ড। এক ওভারে ৭টি ছক্কা মেরে তৈরি করেছেন নতুন ইতিহাস। ভারতের লিস্ট ‘এ’ ক্রিকেটের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্রের হয়ে উত্তর প্রদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন রুতুরাজ।

রুতুরাজ ৭টি ছক্কা মারেন মহারাষ্ট্রের ইনিংসের ৪৯তম ওভারে। শিভা সিংয়ের করা সেই ওভারের বৈধ ছয়টি বলে তো মেরেছেনই, পঞ্চম বল নো হওয়ায় ফ্রি হিট বলেও ছক্কা মারেন তিনি। ওই এক ওভারেই আসে ৪৩ রান। পুরো ইনিংস জুড়েই অবশ্য দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন রুতুরাজ। ওপেনিংয়ে নেমে ১৫৯ বলে ১০ চার ও ১৬ ছক্কায় অপরাজিত থাকেন ২২০ রানে। তার এই ইনিংসের ওপর ভর করে প্রথমে ব্যাট করা মহারাষ্ট্রের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৩৩০ রানে।

এর আগে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হোয়াইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার, কিরন পোলার্ড ও থিসারা পেরেরা।