আপডেট : ২৯ নভেম্বর, ২০২২ ১৪:২৩
বিশ্বকাপের মধ্যেই বোমা ফাটাল জুভেন্টাস, পদত্যাগ বোর্ড সভাপতির
ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের মধ্যেই বোমা ফাটাল জুভেন্টাস, পদত্যাগ বোর্ড সভাপতির

সভাপতি আনেয়েল্লি (ডানে) ও সহ-সভাপতি নেদভেদ (বাঁয়ে)

চলছে বিশ্বকাপ। এ সময়ে ক্লাব ফুটবলে কী হচ্ছে না হচ্ছে, সে খোঁজ কে রাখে? সে কারণেই কি না, সবাইকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আনেয়েল্লি। বোর্ডের সব পরিচালককে নিয়ে পদত্যাগ করেছেন ক্লাবটার সভাপতি। যার মধ্যে রয়েছেন জুভেন্টাসের সাবেক তারকা মিডফিল্ডার ও সহসভাপতি পাভেল নেদভেদও। গত রাতে এক বিবৃতিতে এই খবর দিয়েছে 'তুরিনের বুড়ি'রা।

তবে বলাই বাহুল্য, ক্লাব ফুটবলের খোঁজ কেউ রাখছেন না বলে পদত্যাগ করেননি তাঁরা। এর পেছনে রয়েছে গুরুতর কারণ। বহুদিন ধরেই খেলোয়াড় কেনাবেচা, ধার দেওয়া-নেওয়া, ভুয়া হিসাবের অভিযোগে জর্জরিত ছিলেন আনেয়েল্লি ও তাঁর সকল পরিচালক। যে কারণে আইনজীবীরা তদন্তও শুরু করেছেন এর মধ্যে। এই তদন্ত প্রক্রিয়ায় যেন নিরপেক্ষতা বজায় থাকে, ক্লাব যেন স্বাধীন আইনি পরামর্শ পায়, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছেন আনেয়েল্লিসহ জুভেন্টাসের সকল বোর্ড পরিচালক।

তাই বলে এই নয়, যে তাঁর ওপর আনীত সকল অভিযোগ স্বীকার করেছেন আনেয়েল্লি। বরাবরই নিজেকে নির্দোষ দাবি করা এই সভাপতি গতকাল বোর্ড পরিচালকদের সঙ্গে সভা করেছেন। সেখানেই সিদ্ধান্ত নিয়েছেন, এই ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত পদত্যাগ করাই প্রয়োজন, দরকার নতুন বোর্ড। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেচে অবশ্য মরিৎসিও আরিভাবানে পদত্যাগ করেননি। আগামী ১৮ জানুয়ারি জুভেন্টাসের শেয়ার মালিকেরা নির্বাচন করবেন নতুন বোর্ড।

জুভেন্টাসের অস্তিত্বের সঙ্গে আনেয়েল্লি পরিবার একদম মিশে আছে। আন্দ্রেয়া আনেয়েল্লির দাদা এদোয়ার্দো আনেয়েল্লি ১৯২৩ সাল থেকে ১২ বছর জুভেন্টাস সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদোয়ার্দোর দুই ছেলে জিয়ান্নি আর উমবের্তোও জুভেন্টাসের সভাপতি ছিলেন, দুজনই সভাপতি ছিলেন সাত বছর করে। আন্দ্রেয়া আনেয়েল্লি উমবের্তোর ছেলে, আর এদোয়ার্দোর নাতি। ২০১০ সালে সভাপতির দায়িত্ব নিয়ে দলকে টানা নয়বার লিগ জিতিয়েছেন, তাঁর অধীনেই দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে জুভেন্টাস।