আপডেট : ৩০ নভেম্বর, ২০২২ ২২:২৩
বামপন্থি ৮ ছাত্র সংগঠনের নতুন জোট, লক্ষ্য সরকার উচ্ছেদ
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

বামপন্থি ৮ ছাত্র সংগঠনের নতুন জোট, লক্ষ্য সরকার উচ্ছেদ

বুধবার মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দেয়া হয়।

দেশে আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী দুঃশাসন’ চলছে দাবি করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উচ্ছেদ করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নতুন জোট গঠন করেছে বামপন্থি আটটি ছাত্র সংগঠন।

বুধবার মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ নামে নতুন এই জোটের ঘোষণা দেয়া হয়।

জোটে যে আটটি সংগঠন রয়েছে সেগুলো হলো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন জোটের সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী। তিনি বলেন, আওয়ামী উন্নয়নের স্লোগান পরিণত হয়েছে ফাঁপা বুলিতে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এ পরিস্থিতি থেকে ছাত্রসমাজসহ আপামর জনগণ মুক্তি চাইছে।

সালমান সিদ্দিকী বলেন, ‘এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলা সময়ের কর্তব্য হিসেবে উপস্থিত হয়েছে। এই প্রয়োজন অনুধাবন করেই আমরা আটটি ছাত্র সংগঠন সুনির্দিষ্ট রাজনৈতিক অবস্থান থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং পরিচালনার জন্য একত্রিত হয়েছি। আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে জনগণের আন্দোলনের মাধ্যমে উচ্ছেদ করে জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ; সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক একই ধারার শিক্ষানীতি প্রণয়ন; সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন; শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ; ডিজিটাল নিরাপত্তা আইন, ওটিটি নিয়ন্ত্রণ নীতিমালাসহ সব গণবিরোধী ও অগণতান্ত্রিক আইন বাতিল করা; পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বন্ধ কর ও স্বায়ত্তশাসন নিশ্চিত করার মতো দাবিগুলো রয়েছে তাদের। এসব দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে আগামী ১৮ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ হবে।