পুরান ঢাকার ঘিঞ্জি গলির ভেতর এখনো মেলে চশমার লেন্স তৈরির ছোট ছোট কারখানা। সেখানে স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার নেই, পুরোনো ও দক্ষ কর্মীরাই ভরসা। অনেকে পারিবারিক ঐতিহ্য হিসেবে কাজটিকে ধরে রেখেছেন। সম্প্রতি ছবিগুলো পাটুয়াটুলী থেকে তুলেছেনওসমান গনি
গ্লাস মসৃণের কাজ চলছেগ্লাস মসৃণ করতে বালির ব্যবহারলেন্সের পাওয়ার যাচাইঅমসৃণ গ্লাস আসে দেশের বাইরে থেকে