আপডেট : ২ ডিসেম্বর, ২০২২ ২০:২০
পুরোনো পদ্ধতি, নতুন লেন্স

পুরোনো পদ্ধতি, নতুন লেন্স

লেন্সের বক্রতা নিয়ন্ত্রণের যন্ত্র

পুরান ঢাকার ঘিঞ্জি গলির ভেতর এখনো মেলে চশমার লেন্স তৈরির ছোট ছোট কারখানা। সেখানে স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার নেই, পুরোনো ও দক্ষ কর্মীরাই ভরসা। অনেকে পারিবারিক ঐতিহ্য হিসেবে কাজটিকে ধরে রেখেছেন। সম্প্রতি ছবিগুলো পাটুয়াটুলী থেকে তুলেছেন ওসমান গনি

গ্লাস মসৃণের কাজ চলছে
গ্লাস মসৃণ করতে বালির ব্যবহার
লেন্সের পাওয়ার যাচাই
অমসৃণ গ্লাস আসে দেশের বাইরে থেকে