আপডেট : ৩ ডিসেম্বর, ২০২২ ১৮:১৯
রোনালদোকে অপমান করেছিলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়?
ক্রীড়া ডেস্ক

রোনালদোকে অপমান করেছিলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়?

মাঠ ছাড়ার সময় কোরিয়ান খেলোয়াড় জে সুংকে চুপ থাকতে বলেন রোনালদো। ছবি: এএফপি

ম্যাচের তখন ৬৫ মিনিট। দক্ষিণ কোরিয়ার সঙ্গে পর্তুগালের ম্যাচে তখন ১-১ গোলে সমতা। রোনালদোকে তুলে মাঠে নামানোর ইঙ্গিত দেয়া হয় আন্দ্রে সিলভাকে। মাঠ ছাড়ার সময় বেশ অসন্তুষ্ট দেখা যায় সিআরসেভেনকে। সবাই ভেবে নিয়েছিলেন কোচ ফের্নান্দো সান্তোসের সিদ্ধান্তে হয়তো নাখোশ হয়েছেন তিনি।

তবে ম্যাচশেষে ভিন্ন কথা জানিয়েছেন সান্তোস এবং সিআরসেভেন। কোরিয়ার জে সুং নাকি ‘অপমান’ করেছেন পর্তুগিজ তারকাকে। আর তাতে মাঠ ছাড়ার সময় পর্তুগিজ তারকাকে রাগান্বিত ও হতাশ দেখা গেছে। সে সময় জে সুংয়ের সাথে কিছু বাক্য বিনিময়ও হয়। তাকে চুপ করতেও বলেন রোনলাদো।

পর্তুগিজ এক রিপোর্টারকে রোনালদো বলেছেন, ‘এটা ঘটেছিল যখন আমাকে তুলে নেয়া হলো। সেই কোরিয়ান খেলোয়াড়টি (জে সুং) আমাকে আরও দ্রুত মাঠ ছাড়তে বলে। আমি তাকে শান্ত হতে বলি কারণ তার এটা বলার এখতিয়ার নেই। আমি যদি দ্রুত না যেতাম তাহলে রেফারি সেটা বলতে পারত। তাহলে কোনো বিতর্ক থাকত না। মুহূর্তের উত্তেজনা, এই যা।’

একই কথা পর্তুগিজ কোচ ফের্নান্দো সান্তোসের, ‘কোরিয়ার সেই খেলোয়াড়ের প্রতি সে (রোনালদো) রাগান্বিত ছিল এবং সবাই সেটা দেখেছে। (মাঠের বাইরে) যেতে বলে খেলোয়াড়টি তাকে অপমান করেছে। আমি কোরিয়ার সেই খেলোয়াড়ের সঙ্গে (রোনালদোর) ঘটনাটা দেখেছি। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

যদিও বিষয়টি নিয়ে বিতর্ক অবসানের চেষ্টা দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার হোয়াং ইন-বিওমের। তিনি বলেছেন, ‘আমি সেটা দেখিনি, আমি খুবই ক্লান্ত ছিলাম। আমি মাঠের দিকে তাকিয়েছিলাম।… আমার এ ব্যাপারে কিছু বলার নেই।’

অতিরিক্ত সময়ের গোলে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেয় দক্ষিণ কোরিয়া। যদিও তাতে পর্তুগালের শীর্ষস্থান অক্ষুন্নই থেকেছে। তবে টুর্নামেন্টে বেশি গোল করায় উরুগুয়ের সমান পয়েন্ট নিয়েও শেষ ষোলোতে পর্তুগালের সঙ্গী দক্ষিণ কোরিয়া।