বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর রোডে ওই ভবনের প্রবেশপথে এই চেকপোস্ট বসানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হঠাৎ করে রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৭৯ নম্বর রোডে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
জানা গেছে, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে খালেদা জিয়া যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। সেজন্য আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এ বিষয়ে গোয়েন্দা সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, তাদের কাছে তথ্য রয়েছে খালেদা জিয়া বাসা থেকে বের হয়ে অন্যত্র অবস্থান করে কৌশলে জনসভায় যোগ দিতে পারেন। এমন আশঙ্কা থেকে অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে রাজধানীর বনানী ও মতিঝিলের আবাসিক হোটেলে জঙ্গি-সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।
ঘটনাস্থলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া দাবি করেন, পুলিশের কাছে তথ্য আছে সম্প্রতি আদালত থেকে পালানো দুই জঙ্গি ও তাদের অনুসারীরা বনানী-কাকলী এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। বনানী-কাকলী এলাকার সন্দেহজনক হোটেল ও মেসগুলোতে অভিযান চলমান রয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা