২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৫৬.২৬ শতাংশ শিক্ষার্থী ভর্তিযোগ্য বিবেচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকাল চারটায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষার আহবায়ক অধ্যাপক ইমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ইমদাদুল হক বলেন, এবছর গুচ্ছ পদ্ধতিতে কলা অনুষদে ৯০ হাজার ৬৩৭ শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ৫১২ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ১২৫ জন। এই ইউনিটে পাসের হার ৫৬.২৬ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮২.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দিগন্ত বিশ্বাস। দিগন্ত দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
উপাচার্য বলেন, ‘ফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকলে উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবেন। এজন্য তাকে ২০ আগস্টের পরে দুই হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।’
সমন্বিত ভর্তি পরীক্ষার এই আহবায়ক বলেন, পরীক্ষায় ৮০ নম্বরের উপরে পেয়েছে ১ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছে ৩২ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছে ১৮৬ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছে ৭৬৫ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছে ২২৯৩ জন, ৫৫ নম্বরের উপরে পেয়েছে ৫ হাজার ৭২৩ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছে ১১ হাজার ৪২৫ জন, ৪৫ নম্বরের উপরে পেয়েছে ১৯ হাজার ২১৪ জন, ৪০ নম্বরের উপরে পেয়েছে ২৮ হাজার ৫৬২ জন, ৩৫ নম্বরের উপরে পেয়েছে ৩৮ হাজার ২৩৫ জন, আর পাস মার্ক ৩০ এর উপরে পেয়েছে ৪৮ হাজার ১০৬ জন। এছাড়াও ৫৫ জন শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে।
গত ১৩ আগস্ট গুচ্ছ ভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা