আপডেট : ৮ ডিসেম্বর, ২০২২ ২০:০৬
ফের সভাপতি কামাল, সম্পাদক মুজিবুল
প্রতিনিধি, কুমিল্লা

ফের সভাপতি কামাল, সম্পাদক মুজিবুল

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির মতোই এ কমিটির সভাপতি হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই কমিটির ঘোষণা দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

ভার্চুয়া‌লি যুক্ত থেকে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিশ্বকাপে সামনে কোয়ার্টার ফাইনাল। সেখানে ব্রাজিল খেলবে, আর্জেন্টিনাও খেলবে। বাংলাদেশেও খেলা হবে। রাজনীতির মাঠেও খেলা হবে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। কুমিল্লা প্রস্তুত?

সম্মেলনে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, সম্মেলন পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও এর অধীন ১০টি উপজেলা শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দেন। নৌকার আদলে সাজানো সম্মেলনের মঞ্চে উপ‌স্থিত থেকে আরও বক্তব্য রাখেন দ‌লের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হো‌সেন চৌধুরী মায়া, সাংগঠ‌নিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামসহ অন্যরা।