রাজধানীতে বিএনপির সমাবেশের আগ মুহূর্তে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যাওয়ার’ প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই বৈঠক করছেন। শুক্রবার বেলা ১১টার পর এ বৈঠক শুরু হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার দৈনিক বাংলাকে এ কথা জানিয়েছেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, জরুরি এ বৈঠক ভার্চুয়ালি হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দৈনিক বাংলাকে বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে পুলিশি হেফাজতে নেয়া এবং ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। সিদ্ধান্ত কী হবে, তা পরে জানানো হবে৷’
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে জানানো হয়, নয়াপল্টনের সংঘর্ষে প্রায় ৫০ পুলিশ সদস্য আহতের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত বুধবার বিকেলে নয়াপল্টনে পুলিশ ও বিএনপির সংঘর্ষের পর রাতে জরুরি বৈঠকে বসেছিলেন বিএনপি নেতারা।
এদিকে একটি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় স্থায়ী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা