আপডেট : ১১ ডিসেম্বর, ২০২২ ১১:৩২
মাকে মারধর করায় বাবাকে খুন করলো ছেলে
প্রতিনিধি, ফরিদপুর

মাকে মারধর করায় বাবাকে খুন করলো ছেলে

কিবরিয়াকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ছবি: দৈনিক বাংলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের হাতে এক বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে উপজেলার ছয় নম্বর ওয়ার্ডের ছিলাধরচর সদরদীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম কিবরিয়া ফকির (৫৫) এবং অভিযুক্তের নাম নাইম ফকির (১৭)।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে কিবরিয়া তার স্ত্রী তাসলিমা বেগমকে (৪০) প্রায়ই মারধর করতেন। শনিবার বিকেলে মাকে মারধর করতে দেখে ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে নাইম। পরে আহত অবস্থায় কিবরিয়াকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঈন আহমেদ সেতু বলেন, কিবরিয়ার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।