রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় আরও দুটি নতুন রুট চালু হচ্ছে। এ দুই রুটের আওতায় ঘাটারচর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত চলবে নগর পরিবহন।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সভার সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, আগামী এপ্রিল থেকে নতুন দুই রুট চালু হবে। রুট দুটি হবে ২৪ ও ২৫ নম্বর।
সভা শেষে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে ১০০টি নতুন বাস নিয়ে (২৩ নম্বর রুটে) ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শ্যামলী, দৈনিক বাংলা হয়ে কাঁচপুর পর্যন্ত চলবে নগর পরিবহন।
তিনি জানান, ২৪ নম্বর রুটটি হবে ঘাটারচর থেকে মিরপুর ১০ থেকে কালশী হয়ে আবদুল্লাহপুর। আর ২৫ নম্বর রুট হবে ঘাটারচর থেকে মহাখালী হয়ে আবদুল্লাহপুর।

টার্মিনাল ছাড়া কোথাও বাস কাউন্টার থাকবে না
ঢাকা শহরের অভ্যন্তরে আর কোনো আন্তঃজেলা বাস কাউন্টার থাকতে দেয়া হবে না জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমরা দেখি আমাদের যে বাস টার্মিনালগুলো আছে সেগুলোর কার্যকারিতাকে ঠিকমতো বাস্তব রূপ দেয়া হয় না। এ ব্যাপারে আমরা আরও কঠোর হতে চাই।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের সায়দাবাদ বাস টার্মিনালের সংস্কার কাজ চলছে। এটা মার্চ মাসের মধ্যে শেষ হবে। আমরা ১ এপ্রিলে সেটা উদ্বোধন করবো, চালু করবো। আমাদের মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে সংস্কার প্রয়োজন আছে, সেগুলোরও আমরা উদ্যোগ নেবো এবং সব উদ্যোগ সম্পন্ন করবো। আগামী ১ এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ছাড়া আর কোথাও কোনো কাউন্টার আমরা রাখতে দেবো না।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা বাস রুট রেশনাইলেজশনের মাধ্যমে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। অথচ প্রায়ই দেখা যায় টার্মিনালগুলোর সামনে বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে। এর ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ১ এপ্রিল থেকে কোনো বাস রাস্তায় দাঁড়াতে পারবে না। টার্মিনালের বাইরে কোনো বাস দাঁড়ালে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জায়গায় জায়গায় ছাতার মতো টিকিট কাউন্টার থাকবে না। টার্মিনালের বাইরে কোনো কাউন্টার থাকতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘২১, ২২ ও ২৬ নম্বর রুটে নগর পরিবহন ছাড়া অন্য কোনো বাস চলবে না। এই রুটে শুধু নগর পরিবহন চলবে। এটি নিশ্চিত করতে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অভিযান চালানো হবে। এমনকি লেগুনাও চলবে না। শুধু নগর পরিবহন চলবে এই তিন রুটে।’
নতুন দুই রুট
২৪ নম্বর: ঘাটারচর-বসিলা-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-শিশুমেলা-আগারগাঁও থেকে মিরপুর ১০ হয়ে কালশী ফ্লাইওভার দিয়ে এয়ারপোর্ট-জসিমউদ্দীন আব্দুল্লাহপুর (সাময়িক)।
২৫ নম্বর: ঘাটারচর-বসিলা-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-আসাদগেট-মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে খামারবাড়ি হয়ে বিজয় সরণি-জাহাঙ্গীরগেট-শাহীন স্কুল-মহাখালী (ফ্লাইওভারের নিচ দিয়ে)-কাকলী-বনানী উড়ালসেতু হয়ে রিজেন্সি-এয়ারপোর্ট-জসিমউদ্দীন-আব্দুল্লাহপুর (সাময়িক)।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা