আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২২ ১৯:৩৩
ফুটবলারের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান
ক্রীড়া ডেস্ক

ফুটবলারের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

আমির নাসর-আজাদানি। ছবি: ফিফপ্রো

ইরানে হিজাববিরোধী আন্দোলনে অংশ নেয়ায় ফুটবলার আমির নাসর-আজাদানিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দেশটিতে গত কয়েক মাস ধরে গণআন্দোলনে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের কঠোরভাবে দমন করছে দেশটির সরকার। যার অংশ হিসেবে এরই মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, দেশটির কুস্তিগির মাজিদ রেজা রাহনাভারদের যেভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, একই ভাগ্য বরণ করতে হতে পারে আজাদানিকেও।

ইরানের ‘নৈতিকতা পুলিশে’র হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির করুণ মৃত্যুর পর দেশটিতে নারী অধিকার আন্দোলন শুরু হয়। সেখানে মাহসার স্মরণে মিছিলে নেতৃত্বে দেয়ায় ইরান সরকার তার বিরুদ্ধে জনমনে ‘ত্রাস সৃষ্টি’র অভিযোগে আটক করে। এরপর ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে’র জন্য তাকে দায়ী করে প্রকাশ্য ফাঁসি দেয়া হয়।

এদিকে সাবেক ফুটবলার আদাজানিকে মৃত্যুদণ্ড দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংস্থা ফিফপ্রো। এ বিষয়ে দেয়া বিবৃতিতে তারা লিখেছে, ‘নারী অধিকার আর মৌলিক স্বাধীনতার আন্দোলনে অংশ নেয়ায় আমির নাসর-আজাদানিকে ফাঁসির সম্মুখীন হতে হচ্ছে। আমরা আমিরের পাশে থেকে তার মৃত্যুদণ্ড প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।’

আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়িও ইরান সরকারের রোষানল থেকে বাঁচতে পারেননি। চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ইরানে তার একটি স্বর্ণালঙ্কারের দোকান এবং রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।