আপডেট : ২২ আগস্ট, ২০২২ ১৪:১৬
‘তৃণমূলের মানুষ ভালো থাকলে অর্থনীতির অগ্রগতি কেউ থামাতে পারবে না’

‘তৃণমূলের মানুষ ভালো থাকলে অর্থনীতির অগ্রগতি কেউ থামাতে পারবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলের এসব সাধারণ মানুষ ভালো থাকলে দেশের অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২২ আগস্ট) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস কর্মকর্তাদের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান। বলেন, ‘যে কথাটা জাতির পিতা বলে গেছেন— এ দেশের আজ যতুটুকু অর্জন, সেটি কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ যারা আছেন তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঘাম ঝরিয়েই তো অর্জন করে। সেখান থেকে আমাদের বেতন-ভাতাসহ সবকিছুতে সহযোগিতা হয়। কাজেই তাদের ভাগ্য আমরা কেন পরিবর্তন করব না? আর তৃণমূলের মানুষ যদি ভালো থাকে, দেশের অর্থনীতির অগ্রগতি অপরিহার্য। কেউ এটা থামাতে পারবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য জাতির পিতা সারা জীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। স্বাধীনতা পাওয়ার পর সে লক্ষ্যে তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু শেষ করতে পারেননি। ঘাতকের দল তাকে নির্মমভাবে হত্যা করে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বর্তমান সরকার বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করেই কাজ করছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে বর্তমান সরকার কাজ করছে। এর ধারাবাহিকতায় পেশাদার মনোভাবাপন্ন জনপ্রশাসন গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। আমরা চাই দেশের মানুষ উন্নত জীবন পাক, সুন্দর জীবন পাক। সেটাই আমাদের লক্ষ্য।’

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনবল তৈরির আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে। তখন সম্পূর্ণভাবে আইসিটি ব্যবহারের ওপর নির্ভরশীল হয়ে যাবে। তার জন্য আমাদের উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল তৈরি করতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছি— এটি সত্য। কিন্তু বাংলাদেশের মানুষ দরিদ্র থাকুক, সেটা আমি চাই না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন, ভূমিহীনদের ঘরবাড়ি করে দেওয়ার সুফল এখন দেশের মানুষ পাচ্ছে।’

এখনকার নবীন কর্মকর্তারাই ২০৪১ সালের বাংলাদেশের কারিগর হিসেবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমসহ অন্যরা।