আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান। সামিট গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিপ্পার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট (অর্থ ব্যবস্থাপনা) মো.আব্দুর রাজ্জাক রুহানী, ভাইস প্রেসিডেন্ট খালিদ ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন, মঞ্জুর কাদির শাফি, ইঞ্জিনিয়ার এস এম নূর উদ্দিন, সালমান ওবায়দুল করিম, গোলাম রব্বানী চৌধুরী, মো. রুবাইয়াত রুবায়েত তানভীর, সালমান করিম এবং মাবরুর হোসেন।
এর আগে বিপ্পার প্রেসিডেন্ট ছিলেন কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম।
বিপ্পার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের বিষয়ে সংগঠনটির নতুন প্রেসিডেন্ট ফয়সাল খান বলেন, বিপ্পা এমন একটি অ্যাসোসিয়েশন যারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের প্রশ্নে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিপ্পার প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ পদ। আমাদের সদস্যরা বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করে আসছেন এবং জাতীয় গ্রিডে ৫০ শতাংশের বেশি বিদ্যুৎ আমরা সরবরাহ করেছি।
তিনি আরও বলেন, ইউরোপে যুদ্ধের কারণে সৃষ্ট বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমরা মন্ত্রণালয়, বিপিডিবিসহ সব অংশীদারকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এই কঠিন সময়ে বিপ্পা জ্বালানি সক্ষমতা এবং সদ্ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ঘরে ও শিল্প-সংস্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে যেতে জোর দেবে।
ফয়সাল খান ব্রিটেনের লন্ডন বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন। এছাড়া বাংলাদেশ এনার্জি সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) কার্যনির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন তিনি।
২০১৪ সালে বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রের মালিকদের নিয়ে গঠন করা হয় বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপ্পা)। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৫৭। মূলত স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী সংস্থা এটি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা