ঝিনাইদহে বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকিবুল ইসলাম শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যন্ড এলাকার ব্রাক ব্যাংক শাখার নিরাপত্তা প্রহরী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে ডিউটি শেষ করে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন রকিবুল ইসলাম। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌফিক হাসান বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান রকিবুল ইসলাম।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাসটি পালিয়ে গেছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা