নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন তরুণ অভিনেতা কায়েস আরজু। ‘রুখে দাঁড়াও’ নামের সামাজিক ও অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালকেরই। নতুন এই ছবিতে কায়েস আরজুর সঙ্গে দেখা যাবে তানহা তাসনিয়াকে।
ছবিটির প্রযোজনা সংস্থা মোহনা মুভিজ সূত্রে জানা যায়, নতুন বছরের ৮ জানুয়ারি থেকে একটানা ২৮ জানুয়ারি পর্যন্ত ছবিটির শুটিং চলবে। গাজীপুর, ধামরাই, মনিপুর এবং ঢাকায় চলবে শুটিং।
নতুন এই ছবি নিয়ে চলচ্চিত্র অভিনেতা কায়েস আরজু বলেন, ‘এক কথায় এটি একটি সামাজিক ও অ্যাকশন গল্পের ছবি। ছবিটির গল্পের ভিন্নতার কারণেই যুক্ত হওয়া। আশা করছি সব শ্রেণির দর্শকের কাছে ছবিটি ভালো লাগবে।’
বিভিন্ন চরিত্রের আরও অভিনয়শিল্পীরা হলেন- আশিক, আঁখি, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, সুব্রত, রেবেকা, গাংগুয়া, জীবন, নুপুর, নিউটন ও কাজী হায়াৎ।
ছবিটিতে গান থাকছে পাঁচটি। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন এ আর বাবলু ও নবীন চ্যাটার্জি। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আগুন, আঁখি আলমগীর, সুজয় ভৌমিক (ভারত), মানসী (ভারত), রুবেল, শানু ও আনোয়ারা লাইজু।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা