আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২২ ১৭:০৩
জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর
প্রতিবেদক, দৈনিক বাংলা

জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর

মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব ক‌বির বিন আনোয়া‌র। ছবি: দৈনিক বাংলা

জাতীয় প্রবাসী দিবস ঘোষণা ক‌রে‌ছে সরকার। এখন থেকে প্রতি বছরের ৩০ ডিসেম্বর এ দিবস পালিত হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ দিনটিকে জাতীয় প্রবাসী দিবস ‌হি‌সে‌বে ঘোষণা ক‌রে‌ দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প‌রিপ‌ত্রের ‘খ’ ক্র‌মি‌কে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনু‌মোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‌বৈঠক শে‌ষে স‌চিবাল‌য়ে ব্রিফিংয়ে ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব ক‌বির বিন আনোয়া‌র এ তথ্য জানান।

সচিব বলেন, এখন থেকে সরকারিভাবে ৩০ ডি‌সেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হবে। এ বছর থে‌কেই জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।