আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২২ ২২:৫৬
ব্যবধান বাড়িয়েই চলেছেন মোস্তফা, চতুর্থ স্থানে ডালিয়া
রংপুর ব্যুরো

ব্যবধান বাড়িয়েই চলেছেন মোস্তফা, চতুর্থ স্থানে ডালিয়া

ভোটের মাঠে মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি: দৈনিক বাংলা

রংপুর সিটি করপোরেশনে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র হওয়ার পথে এগিয়ে চলেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে তার ব্যবধানও বেড়েই চলেছে। ২২৯ কেন্দ্রের এই নির্বাচনে সর্বশেষ ১৬৭ কেন্দ্রের ফল জানা গেছে। তাতে লাখ ছাড়িয়ে গেছে মোস্তফার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন তার প্রায় এক-তৃতীয়াংশ ভোট। আর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন চতুর্থ অবস্থানে।

মঙ্গলবার সারা দিন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ২২৯ কেন্দ্রে ভোট নেয়া হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত অস্থায়ী ঘোষণা কেন্দ্র থেকে ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা। রাত সাড়ে ১০টা নাগাদ সর্বশেষ ১৬৭ কেন্দ্রের ফল জানা গেছে।

এই কেন্দ্রগুলোর ফল বলছে, লাঙ্গল প্রতীক নিয়ে মোস্তফা পেয়েছেন এক লাখ এক হাজার ৩১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের মো. আমিরুজ্জামান পেয়েছেন ৩৫ হাজার ৭৫১ ভোট।

নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান হাতি প্রতীক নিয়ে ২৪ হাজার ৩১১ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। তিনি আওয়ামী লীগ নেতা হলেও দলের মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীক নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। তিনি পেয়েছেন ১৬ হাজার ৮৫৯ ভোট।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট নেয়া হয় ২২৯টি কেন্দ্রে। ভোটে তেমন কোনো সহিংসতা দেখা যায়নি। তবে অনেক কেন্দ্রেই ভোটগ্রহণের গতি ছিল অত্যন্ত ধীর। সেসব কেন্দ্রের কোথাও কোথাও সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্তও ভোট নিতে দেখা গেছে।

এই নির্বাচনে মেয়র পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৮৩ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে প্রার্থী ৬৮ জন। নির্বাচনে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।

রংপুর সিটিতে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০২, নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। ২২৯টি কেন্দ্রে ভোটকক্ষ ছিল ১ হাজার ৩৪৯টি।

এই সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ইসির যুগ্মসচিব আব্দুল বাতেন। তার সঙ্গে রয়েছেন ১১ জন সহকারী রিটার্নিং অফিসার।