ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
নৌদুর্ঘটনা এড়াতে বুধবার ভোর পৌনে ৬টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌদুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। তাই যাত্রী ও চালকদের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘন কুয়াশার কারণে এ দিন মাঝ পদ্মায় তিনটি ফেরি আটকা পড়ার ঘটনা ঘটেছে বলেও জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা। তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় আছে। কুয়াশার তীব্রতা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা