আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২২ ১১:২৯
পদত্যাগ করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক

পদত্যাগ করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর দেশে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। অবশ্য সিরিজ হারের পরই তার বিদায়ের ইঙ্গিত মিলেছিল। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস কোচিং প্যানেলে রদবদল হবে বলে জানিয়েছিলেন।

আজ এ প্রসঙ্গে ইউনুস জানিয়েছেন, 'রাসেল ডমিঙ্গো কাল রাতে আমাদের একটা মেইল করে জানিয়েছেন আমাদের সঙ্গে আর থাকছেন না। উনি পদত্যাগ করছেন।'

২০২৩ এর নভেম্বর পর্যন্ত চুক্তি ছিল ডমিঙ্গোর।