নওগাঁ সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
সদর হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, রাতে এলাকাবাসী স্টাফ কোয়ার্টারের সামনের সরু রাস্তায় যুবকের মরদেহ পড়ে ছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবক এই এলাকায় কয়েকদিন ধরে ঘুরাফেরা করছিল। তাকে দেখে মনে হয়েছিল, সে মানসিক ভারসাম্যহীন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা