আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২২ ২১:১৪
ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ৬৫
প্রতিবেদক, দৈনিক বাংলা

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ৬৫

ডেঙ্গু পরীক্ষার নমুনা।

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৫ জনের মধ্যে রাজধানীর হাপসাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫৯ জন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জন। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮৯ জন।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩২১ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের, যা দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ।