তাসনিয়া ফারিণ অভিনীত ‘কারাগার’ চলছে ওটিটিতে। দর্শক থাকুক সেটা নিয়ে। এই ফাঁকে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ থেকে একটু দূরে যাওয়া যাক।
প্রকৃতির নির্মল পরিবেশে গিয়ে জীবনে নিয়ে আসা যাক প্রাণশক্তি। অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন সেই মন্ত্র জপছেন। তাইতো তার ইনস্টাগ্রাম ভরে উঠছে থাইল্যান্ড ভ্রমণের নানা ছবিতে।
কখনো দেখা গেল পাহাড়ি ঝরনার কাছে তো কখনো দেখা গেল রিসোর্টের সুইমিং পুলে। এক প্যাকেজে কী নেই ফারিণের ভ্রমণে? পাহাড়, সমুদ্র কিংবা বন। সাফারি পার্কে বুনো হাতিকে আদর করতেও যেন ভুললেন না।
ঢাকার জ্যামে আঁটা নাগরিক ব্যস্ততা ছেড়ে এমন নির্মল পরিবেশে তারুণ্য তো ধরা দেবেই। সাধেই কী ক্যাপশনে লিখেছেন, ‘ঘুরতে গেলে মনে হয় কখন যেন হয়ে গেছি ষোড়শী কন্যা!’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা