বিশ্বজুড়ে ‘অ্যাভাটার টু’ তরতরিয়ে চলছে। জেমস ক্যামেরন যে কোমর বেঁধেই মাঠে নেমেছেন তা বোঝা গেল। মুক্তির ১৪ দিনের মাথায় ১০০ কোটি ডলার আয় ঘরে তুলল ছবিটি। এ বছরের সবচেয়ে দ্রুত ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ার কৃতিত্ব ঝুলিতে ভরল ছবিটি।
ছবিটি নিয়ে নানা ধরনের পর্যালোচনা ছিল। তবু বক্স অফিসে একেবারে ঘৌড়দৌড় দিয়েছে দীর্ঘ আকাঙ্ক্ষিত এই ছবি। ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’ ও ‘টপ গান: ম্যাভেরিক’-এর পর তৃতীয় ছবি, যা ১ বিলিয়ন ডলার ঘরে তুলল।
তবে ছবির পরিচালক জেমস ক্যামেরনের চোখ ২ বিলিয়নের দিকে। কারণ এই ছবির জন্য আলাদা প্রযুক্তির উদ্ভাবন করতে হয়েছে তাদের। বানাতে হয়েছে বিশেষ ক্যামেরা। ছবিটি ২০০৯ সালের ‘অ্যাভাটার’ ছবির সিক্যুয়েল, যা সে সময়ে প্রায় ৩ বিলিয়ন ডলার আয় করেছিল।
এখন প্রশ্ন ‘অ্যাভাটার’কে কি ছাড়িয়ে যেতে পারবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’? চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, আগের ছবিকে ছাড়িয়ে যেতে পারবে না দ্বিতীয় পর্ব। কারণ করোনা-পরবর্তী সময়ে এখনো সিনেমা হলে ঝাঁক বেঁধে মানুষ যাচ্ছে না। তবে ছবির এখন যা অবস্থা তাতে এ বছরের সর্বোচ্চ আয়কারী ছবি ‘টপ গান: ম্যাভেরিক’কে ছাড়িয়ে যাবে বলে ধারণা।
চলচ্চিত্র সমালোচকদের মতে, ছবির গল্প এবার একেবারেই যাচ্ছেতাই। যার কোনো মানে দাঁড়ায় না। তবে ছবিটি ভিজ্যুয়াললি দেখার অভিজ্ঞতা স্বপ্নের মতো।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা