আজ মুক্তি পাচ্ছে কিশোরদের নিয়ে নির্মিত সিনেমা ‘মেঘ রোদ্দুর খেলা’। এটি পরিচালনা করেছেন আউয়াল রেজা। সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও বন্দরনগরী চট্টগ্রামের সব কটি সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ছবিতে অভিনয় করেছেন নাজনীন চুমকী, প্রাণ রায়, মিলি বাশার, মাজনুন মিজান, টইটই হেলালি, অর্নিমা তাবাসসুম, রাফিদ স্মরণ প্রমুখ।
মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’। শহিদুল ইসলাম শহিদের গল্পে নির্মাণ করেছেন এম সাখাওয়াৎ হোসেন। ১৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন শিরিন শিলা, শাহেদ শরীফ, সুমনা সোমা, ফজলুর রহমান বাবু, ইমতু রাতিশ, প্রাণ রায়, আহমেদ সাব্বীর রোমিও প্রমুখ।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা