আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৩
‘বিএনপির নৈরাজ্য’ ঠেকাতে শাহবাগে ছাত্রলীগের অবস্থান
প্রতিবেদক, দৈনিক বাংলা

‘বিএনপির নৈরাজ্য’ ঠেকাতে শাহবাগে ছাত্রলীগের অবস্থান

রাজধানীতে বিএনপির কর্মসূচি ঘিরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: দৈনিক বাংলা

রাজধানীতে বিএনপিসহ সমমনা ৩২ দলের গণমিছিলকে ঘিরে শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, গণতন্ত্র বিজয় উদযাপন ও বিএনপির নৈরাজ্যকে প্রতিহত করতেই সতর্ক অবস্থায় রয়েছেন তারা।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর পরই ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে দেখা যায়।

এসময় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও করতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দৈনিক বাংলাকে বলেন, ‘বিএনপি-জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছে ছাত্রলীগ। সে কারণে আমরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছি। একইসঙ্গে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে নানামুখী ষড়যন্ত্র উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ যেভাবে গণতন্ত্রের বিজয় রচনা করেছিলো সেই দিনটিকেও আমরা উদযাপন করছি। গণতন্ত্রের বিজয়ের এই দিনে দেশকে যারা অস্থিতিশীল করতে চায়। ছাত্রলীগ রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।’