মেহেরপুর গাংনীতে বাসচাপায় ফারিহা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের বাশঁবাড়িয়া পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারিহা বাশঁবাড়িয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী মদিনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-১১১৯) বাশঁবাড়িয়া পশ্চিম পাড়া মসজিদের পাশে রাস্তা পার হওয়ার সময় ফারিহা খাতুনকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ফারিহা। দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক পালিয়ে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা