সিলেটের ওসমানীনগর এলাকার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করতেন সাইফুল ইসলাম তুহিন। স্থানীয় এক মসজিদের ইমাম মাওলানা সাঈদের সঙ্গে গত বছরের প্রথম দিকে তার পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্রেই জঙ্গিবাদের ফাঁদে পড়ে যান ২১ বছরের তুহিন। একপর্যায়ে কথিত জিহাদের নামে ঘরও ছাড়েন। তাকে নিয়ে যাওয়া হয় বান্দরবানের গহিন পাহাড়ের এক জঙ্গি আস্তানায়। প্রায় এক বছর সেখানে থেকে গত মাসে দুই সহযোগীসহ পালিয়ে আসেন তুহিন।
চলতি মাসের ২১ ডিসেম্বর সিলেট থেকে তুহিনকে ও ঢাকা থেকে তার সঙ্গী নাইমকে গ্রেপ্তার করে জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। পুলিশের জিজ্ঞাসাবাদে তুহিন জঙ্গিবাদে জড়িয়ে পড়া, কথিত হিজরত ও জিহাদ এবং পাহাড়ের প্রশিক্ষণ ক্যাম্পের বিস্তারিত তথ্য জানিয়েছেন।
সিটিটিসির কর্মকর্তারা জানান, তুহিন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য। শামীন মাহফুজ নামে এক ব্যক্তি এই সংগঠনের অন্যতম প্রধান উপদেষ্টা। তার নির্দেশেই সংগঠনের শীর্ষনেতারা বিভিন্ন এলাকার তরুণদের কথিত জিহাদের নামে ভুল বুঝিয়ে পাহাড়ে নিয়ে গেছেন। পাহাড়ি এলাকার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের আশ্রয়ে তারা গহিন পাহাড়ে প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করেছিল।
ওই দুজনকে গ্রেপ্তারের পর সিটিটিসিপ্রধান মো. আসাদুজ্জামান জানান, নতুন জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ ক্যাম্পে অনেকেই স্বেচ্ছায় গেলেও আবার অনেককে মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাম্পে গিয়ে অনেকেই ফিরে আসতে চাইলেও সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। সাইফুলসহ কয়েকজন পালিয়ে আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের বিষয়ে তথ্যানুসন্ধান করা হচ্ছে।
যেভাবে জঙ্গিবাদে জড়ানো হয় তুহিনকে
জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম তুহিন জানান, করোনাকালীন তিনি সিলেটের ওসমানীনগরের একটি কমিউনিটি সেন্টারে চাকরি করতেন। এ সময় মাওলানা সাঈদ নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। সাঈদ তাকে বিভিন্ন ধরনের কথা ও দাওয়াতি কাজ করার জন্য বলতেন, জিহাদে যাওয়ার জন্য বলতেন। একসঙ্গে কোরআন-হাদিস নিয়েও আলোচনা করতেন। স্থানীয় সাদিক ও মামুন নামে দুই যুবকও তাদের আলোচনায় যোগ দিতেন।
তুহিন জানান, ২০২১ সালের নভেম্বরে তাকে হিজরতের জন্য ঘর ছাড়ার কথা বলেন মাওলানা সাঈদ। হিজরতের জন্য রাজি হলে তাকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্যও বলা হয়। ওই বছরের ১৪ নভেম্বর তারা ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। তারা সিলেট থেকে একটি মাইক্রোবাসে করে প্রথমে ঢাকার ফকিরাপুল এলাকায় আসেন। এ সময় তাদের সঙ্গে মিন্টু ও পাভেল নামে আরও দুজন ‘হিজরতকারী’ ছিলেন। পথে জঙ্গি নেতারা নিরাপত্তাজনিত কারণে তাদের দাড়িও ছেঁটে দেন।
তুহিন জানান, ফকিরাপুলে আসার পর তাদের কাছে একটি করে ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেয়া হয়। পরে তারা রাতে শ্যামলী পরিবহনের একটি গাড়িতে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। গাড়িতে তারা মোট ১০ জন হিজরতকারী ছিলেন। গাড়িতে তুলে দিয়ে জঙ্গি এজেন্টরা চলে যায়। নতুন দুজন দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে বান্দরবান যান।
পাহাড়ের জঙ্গি ক্যাম্পের উদ্দেশে যাত্রা
সাইফুল ইসলাম তুহিন জানান, বান্দরবানে নামার পর জঙ্গি এজেন্টরা তাদের প্রত্যেককে একটি করে ভুয়া আইডি কার্ড দেন। সেই কার্ডে তার নাম ছিল বকুল। পাহাড়ে যাওয়ার সময় সেনাবাহিনী ও বিজিবির চেকপোস্টে সেই আইডি কার্ড দেখাতে বলা হয়। এরপর দুটি চান্দের গাড়ির মাধ্যমে তারা রওনা দেন থানচির উদ্দেশে। গাড়িতে একজন করে কেএনএফ প্রতিনিধি ছিলেন বলেও জানান তুহিন।
তুহিনের ভাষ্য, থানচি থেকে চান্দের গাড়িতে আরও দুই ঘণ্টা যাওয়ার পর গাড়ি থামে। তখন দুই গাড়ির সবাইকে একটি বাঁশের ঘরে উঠানো হয়। সেখান থেকে দুজন গাইড তাদের ১৬ জনকে নিয়ে হেঁটে রওনা হন। বড় পাহাড়, জঙ্গল, ঝিরিপথ, গিরিখাদ দিয়ে হেঁটে ৫-৬ ঘণ্টা পর রাত ১২টার সময় সামরিক পোশাক পরা লোকজন তাদের গ্রহণ করেন। সেখানে বাঁশের তৈরি একটি ঘরে এক সপ্তাহ অবস্থান করেন তারা। তাদের প্রত্যেকের পৃথক পৃথক নাম দেয়া হয়।
তুহিন জানান, সেখানে তারা হিজরত করা মোট ৩০ জন ছিলেন। তাদের দিয়ে প্রথম দিকে বাঁশ কাটা, রান্না করা, লাকড়ি আনা, পাশের একটা পাহাড় থেকে চাল-ডাল আনানো হতো। যেখান থেকে চাল-ডাল আনা হতো সেটি ছিল কেএনএফের ক্যাম্প। সেখানে প্রায় ৩০০ জন কেএনএফ সদস্য ছিল। তাদের কেউ কেউ সামরিক পোশাকে আবার কেউ সাধারণ পোশাক পরা ছিল। প্রায় প্রত্যেকের কাছেই ছিল আগ্নেয়াস্ত্র।
‘আমরা যে ক্যাম্পে থাকতাম সেটির নাম ছিল কেটিসি ক্যাম্প। কেটিসি ক্যাম্পে আমরা প্রায় দুই মাস ছিলাম। সেখানে সকালে ক্যাম্পের সামরিক পোশাক পরিহিত লোকজন পিটি-প্যারেড করাতেন। আমাদের ক্যাম্প কমান্ডারের নাম ছিল কারসে। পরে ছবি দেখে জানতে পারি তার নাম শিব্বির আহমেদ, বাড়ি সিলেট জেলায়। আমাদের ক্যাম্পের আমিরের নাম ছিল আনিসুর রহমান ওরফে মাহমুদ ওরফে আমির সাহেব। তবে সেখানে স্যার ওরফে শামীন মাহফুজই প্রধান। ক্যাম্পের আমির, কমান্ডার সবাই তার নির্দেশ মতো চলতেন। তিনি আলাদা ঘরে থাকতেন। তার ঘরটি অস্ত্রধারীরা পাহারা দিত।’- বলেন সাইফুল ইসলাম তুহিন।
মিজোরামেও গিয়েছিলেন তারা
তুহিন জানান, তারা একদিন দাওয়াতি কার্যক্রমের নামে পাহাড়ি প্রশিক্ষণ নিয়ে আমিরের সঙ্গে তর্ক-বিতর্ক করেন। পরে ক্যাম্পের আমির আনিসুর রহমান তাদের স্যারের (শামীন মাহফুজ) কাছে নিয়ে যান। স্যার তাদের বলেন, এখন তোমরা থাক। ২০২৩ সাল পর্যন্ত কেএনএফের সঙ্গে আমাদের চুক্তি আছে। আমাদের বুঝিয়ে মিজোরাম যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। প্রতিদিনই সেখানে জিহাদের গুরুত্ব ও গাজওয়াতুল হিন্দ নিয়ে বয়ান হতো। একজন ডা. শাকের বিন ওয়ালীও ছিলেন কিছুদিন। তিনি কেটিসি ক্যাম্পের সদস্যদের কেউ অসুস্থ হলে চিকিৎসা দিতেন।
তুহিনের ভাষ্য, একদিন কেএনএফের দুই শতাধিক সদস্য তাদের এসে মিজোরামে যাওয়ার জন্য তৈরি হতে বলেন। এশার নামাজের পর সবাই মিজোরামের উদ্দেশে হেঁটে রওনা হন। একটানা ২৪ ঘণ্টা পাহাড়ি পথ, ঝিরিপথ, গিরিপথ দিয়ে হাঁটেন। ৪-৫ দিন হাঁটার পর মিজোরামে ঢোকেন তারা। মিজোরাম ঢুকে একটি জঙ্গলে সপ্তাহখানেক অবস্থান করেন। একদিন কেএনএফ কমান্ডার সাংরেম এসে বলেন, বিএসএফ তাদের ঢুকতে দিচ্ছে না। পরে একই পথে বাংলাদেশে ফিরে আসেন। রেংতলাং নামে একটি পাহাড়ে তারা নতুন ক্যাম্প তৈরি করেন।
প্রতিবাদ করায় নির্যাতন
তুহিন জানিয়েছেন, তখন রমজান মাস ছিল। সে সময় আমির আনিসুর রহমানের সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আবারও ঝগড়া হয়। তারা চারজন পাহাড় থেকে চলে আসার সিদ্ধান্ত নিলে তাদের আটক করে হাত-পা, চোখ বেঁধে একটা ঘরে বেঁধে রাখা হয়। পাঁচ-ছয় দিন নির্যাতনের পর তাদের হাত-পা খুলে দেয়া হয়। এ সময় একদিন পাহাড়ি আরেকটি সংগঠন জেএসএস রেংতেলাং ক্যাম্পে আক্রমণ করে। সারা রাত গোলাগুলি চলে। এতে ডা. আহমাদ নামে একজন নিহত হন। পরদিন গোলাগুলি থামলে ক্যাম্পের পাশেই তাকে কবর দেয়া হয়।
রেংতলাং ক্যাম্প থেকে সিপ্পি পাহাড়ে, আবারও নির্যাতন
তুহিন জানান, গোলাগুলির একদিন পর ক্যাম্প কমান্ডার কারসে ওই পাহাড় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা সবাই দুই দিন হাঁটার পর সিপ্পি পাহাড়ে যান। সেখানে গিয়ে নতুন করে ঘর তৈরি করে ক্যাম্প বানানো হয়। ওই ক্যাম্পের নাম দেয়া হয় সিপ্পি ক্যাম্প।
তুহিনের ভাষ্য, সিপ্পি ক্যাম্প থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। কোরবানির ঈদের দুই-এক দিন আগে তারা চারজন ক্যাম্প ছেড়ে পালিয়ে যান। মাগরিবের পর একটা পাহাড়ে ওঠেন। সারা রাত বৃষ্টিতে ভিজে পাহাড়ে অবস্থান করেন। ফজরের নামাজ শেষে হাঁটতে হাঁটতে রনিংপাড়ায় গিয়ে পৌঁছান। রনিংপাড়া কেএনএফ সদস্যদের গ্রাম এটা তারা জানতেন না। পাড়ার লোকজন তাদের আটক করে কেএনএফ ক্যাম্প কমান্ডারকে খবর দেয়। কেএনএফের ক্যাম্প কমান্ডার সাংরেমসহ কয়েকজন এসে তাদের হাত-পা বেঁধে ক্যাম্পে নিয়ে যান। পরে সিপ্পি পাহাড়ের আমির আনিসুর রহমানের হাতে তুলে দেয়। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় তাদের চারজনকে চারটি ইনজেকশন দিয়ে দেন। বেধড়ক মারধর করা হয় তাদের। পালিয়ে যাওয়ার কারণ হিসেবে তারা আত্মসমর্পণ করার কথা স্বীকার করেন। এ সময় কারসে ওরফে শিব্বির, পাভেলসহ আরও কয়েকজন রাতে মারধর করেন। পরদিন সকালবেলা ইসলামি নিয়মের অংশ হিসেবে ৪০টি করে বেত্রাঘাত করা হয়। পরে আমিরের সিদ্ধান্তে তাদের পরিমিত খাবার-পানি আর কাজের বাইরে বেঁধে রাখার নির্দেশ দেয়া হয়।
‘আমিরের নির্দেশে ঈদের দিনও আমাদের বেঁধে রেখে পরিমিত খাবার দেয়া হয়। যতক্ষণ কাজ থাকত ততক্ষণ হাত-পা খুলে দিত। কাজ শেষে হাত-পা বেঁধে রাখত। এভাবে প্রায় তিন মাস ছিলাম। অক্টোবরের প্রথম দিকে সিপ্পি পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিতে দেখি। কেএনএফের কমান্ডার সাংরেম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো মুহূর্তে ক্যাম্পে হামলা করতে পারে। এখান থেকে চলে যেতে হতে পারে।’ বলেন তুহিন।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
তুহিন জানান, একদিন ক্যাম্প কমান্ডার রাত ১টার সময় সবাইকে তাৎক্ষণিক রওনা দিতে বলেন। সারা রাত হেঁটে দিনের বেলা ১টা জঙ্গলের মধ্যে রেখে কেএনএফ সদস্যরা চলে যায়। তিন দিন পর আসার কথা বলেও তারা আসেনি। সেখানে তারা মোট ৫৩ জন ছিলেন। আমির ছিলেন কিএনএফ সদস্যদের সঙ্গে। এ সময় ক্যাম্প কমান্ডার কারসে আবার সিপ্পি পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিপ্পি পাহাড়ে পৌঁছার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়। ক্যাম্প কমান্ডার কারসে বলেন, ‘যাদের অস্ত্র আছে ও সাহস আছে তারা একদিকে হন। আর অস্ত্রহীন ও দুর্বলরা একদিকে থাকেন। তখন অস্ত্রধারী হয় ২১ জন। ক্যাম্প কমান্ডার বলে ৩২ জনকে অন্যদিকে যেতে বলে ২১ জনকে নিয়ে আরেক দিকে চলে যান।’
অবশেষে পালিয়ে আসতে সক্ষম
তুহিনের ভাষ্য, গোলাগুলি কমে এলে তারা ৩২ জন পাহাড় থেকে নেমে একটি জঙ্গলে অবস্থান করেন। তারা আরাকানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপংখাল দিয়ে যাওয়ার সময় মাথার ওপর দিয়ে হেলিকপ্টার উড়তে দেখেন। সেখান থেকে হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর কয়েকটা ঘরের দেখা পান। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় তারা সবাই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তিনজন একটি পাহাড়ে যাওয়ার পর আবারও কেএনএফ সদস্যদের সঙ্গে দেখা হয়। কেএনএফ সদস্যরা তাদের ক্যাম্পে থাকতে বলে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে তাদেরও ক্ষতি হবে জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে যাওয়ার জন্য বলে। প্রায় দেড় মাস পর গত ২৫ নভেম্বর কেএনএফ সদস্যরা তাদের সমতলে পাঠিয়ে দেয়।
সাইফুল জানান, তিনি পাহাড় থেকে সমতলে এসে চট্টগ্রামের লালখান বাজারের এক হুজুরের কাছে যান। তার কাছ থেকে কিছু টাকা নিয়ে সিলেটে যান। কিন্তু পুলিশের ভয়ে গ্রামের বাড়ি না গিয়ে আত্মীয়স্বজনের বাসায় থাকা শুরু করেন। সেখান থেকেই ঢাকার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা