আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২২ ১২:১৫
গায়ের সঙ্গে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে তরুণ খুন
প্রতিনিধি, কুমিল্লা

গায়ের সঙ্গে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে তরুণ খুন

কুমিল্লায় মাহফিলে গায়ের সঙ্গে ধাক্কা লাগায় এক তরুণকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন (১৯) সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, মহফিলে নিহত ইয়াছিনের শরীর সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলা-বুট পড়ে যায়। এ ঘটনায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে ওই যুবক ইয়াছিনকে ছরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথে ইয়াছিন মারা যায়।