আপডেট : ১ জানুয়ারি, ২০২৩ ১১:৪২
আতশবাজির শব্দ থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ৩৬৫ কল

আতশবাজির শব্দ থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ৩৬৫ কল

আতশবাজির শব্দ থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ৩১ ডিসেম্বর রাত ১২টার পর সারা দেশ থেকে ৩৬৫টি কল আসে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রো এলাকা থেকে আসে ১৬০টি কল। ছোট বাচ্চা রয়েছে এমন পরিবার থেকেই এসেছে অধিকাংশ কল।

৯৯৯ এর দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টার পর আতশবাজির শব্দে ছোট বাচ্চাররা ভয়ে কেঁপে উঠছে এমন অভিযোগ নিয়ে সারা দেশ থেকে ৩৬০টি কল আসে। এর মধ্যে ঢাকা মেট্রো এলাকার ১৬০ কলের সবগুলো কলেই সেবা দেয়া হয়েছে। আর ফানুস থেকে আগুনের ঘটনায় মোহাম্মদপুর ইকবাল রোড থেকে রাত ১২টা ৯ মিনিটে একটি কল এসেছিল। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে গেছে।

নববর্ষ উদযাপন সংক্রান্তে ৯৯৯ এ এই একটিমাত্র অগ্নিকাণ্ডের কল এসেছে রাত ১২টার পর।

খ্রিস্টীয় বর্ষবরণকে কেন্দ্র করে গত কয়েকবছর ধরেই বাজি-পটকা এবং ফানুসের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে প্রতিবছরের মত এবারও নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে নতুন বছরের প্রথম প্রহরে ঢাকা কেঁপে উঠেছে বাজি-পটকার শব্দে। আকাশে ভেসেছে অসংখ্য ফানুস।

সেই জ্বলন্ত ফানুস নিচে পড়ে অগ্নিকাণ্ডেরও খবর দিয়েছে ফায়ার সার্ভিস। কয়েকটি জায়গায় ফানুস পড়ে বিদ্যুতের তারও পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, তাদের কাছে নবাবপুর রোডের কাপ্তানবাজার, লালবাগ ও সদরঘাট হকার্স মার্কেটে ফানুস পড়ে আগুনের খবর এসেছে।

তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। এর মধ্যে সদরঘাট হকার্স মার্কেটে ফানুস থেকে লাগা আগুনে বিদ্যুতের তার পুড়ে গেছে। লালবাগেও অগ্নিকাণ্ডটি ঘটেছে ফানুসের আগুনের কারণে।