দ্বিতীয়বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলের চার নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে।
ঢাকা শহরের বাইরে মেলা হওয়ায় মানুষের কপালে চিন্তার ভাঁজ। যাতায়াতে যাতে সমস্যা না হয় সে জন্য বাণিজ্য মেলা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) শাটল বাস সার্ভিস চালু করেছে।
বাণিজ্য মেলায় যেতে হলে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে প্রথমে যেতে হবে কুড়িল বিশ্বরোডে। সেখান থেকে পাওয়া যাচ্ছে বিআরটিসির বাস। কুড়িল বিশ্বরোড টু আন্তর্জাতিক বাণিজ্য মেলা নামে বিআরটিসির শাটল বাস পাবেন যাত্রীরা। প্রতিদিন সকাল ৯ টা থেকে মেলা শেষ হওয়ার আগ পর্যন্ত এসব বাস চলবে। উভয় প্রান্ত থেকে বাসগুলো যাত্রী নিয়ে চলাচল করছে।
বাণিজ্য মেলায় যাতায়াতের জন্য প্রতিদিন ৩৫ থেকে ৫০টি বাস চলাচল করছে। এই পথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। কুড়িল বিশ্বরোড থেকে মেলাকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে ১৪ কিলোমিটারের কিছু বেশি। তবে মেলা শুরু হওয়ার মাত্র দুইদিন হওয়ার যাত্রীর তেমন চাপ নেই। মেলার যাওয়া যাত্রীদের কথা মাথায় রেখে কুড়িল বিশ্বরোড এলাকায় একাধিক কাউন্টার করা হয়েছে। এসব কাউন্টার থেকে শুধু শাটল বাস সার্ভিসের টিকিট দেয়া হচ্ছে। এর পাশাপাশি কুড়িল-ভুলতা রুটে নিয়মিত চলাচল করা ২২টি আর্টিকুলেটেড বাসে করেও মেলায় যাওয়া যাবে।
বিআরটিসির দ্বিতল বাসগুলো কাউন্টারের সামনে ভেড়ানো থাকছে, যাত্রী ভরে গেলে বাস ছাড়া হচ্ছে। তবে এখন যাত্রী পাচ্ছে না বিআরটিসির বাসগুলো ।
এই বিষয়ে জানতে চাইলে বিআরটিসির জেনারেল ম্যানেজার (হিসাব) মো. আমজাদ হোসেন দৈনিক বাংলাকে বলেন, ‘গত বছরের মতো এবারও মেলায় যাতায়াতের জন্য বিআরটিসির বাস চলাচল করছে। কুড়িল বিশ্বরোড হতে পূর্বাচল শহর সংযোগকারী ৩০০ ফিট রাস্তা হয়ে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসির প্রায় ৩৭ টা বাস আজ চলাচল করছে। তবে ছুটির দিনে ১০০ থেকে ১৫০ টি বাস চালানো হবে। যাত্রীদের চাহিদা থাকলে বাস আসো বাড়বে’।
এর আগে গত বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো পূর্বাচলে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা হয়েছিল। তখন বাণিজ্যমেলায় যাওয়ার জন্য বিআরটিসির বাস চালু হয়েছিল বিভিন্ন রুটে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অন্যান্য সহায়ক সংস্থা।
দেশীয় পণ্যের প্রচার-প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে। আগে এই মেলা হতো রাজধানীর শেরেবাংলা নগরে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা