আপডেট : ২ জানুয়ারি, ২০২৩ ১৬:১২
বগুড়ার দুটি আসনের মনোনয়ন পত্র নিলেন হিরো আলম
প্রতিনিধি, বগুড়া

বগুড়ার দুটি আসনের মনোনয়ন পত্র নিলেন হিরো আলম

ছবি: দৈনিক বাংলা

কন্টেট ক্রিয়েটর ও সামাজিক যোগযোগমাধ্যম আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ায় শূন্য হওয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র তুলেছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্রে তার নাম উল্লেখ করা হয়েছে মো. আশরাফুল হোসেন আলম। এই উপনির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১ ফেব্রুয়ারি।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হোসেন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, হিরো আলম দুটি আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২০১৮ সালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম। কিন্তু নির্বাচনে ‘কারচুপি, তার এজেন্টকে বের করে দেয়া এবং তার ওপর হামলার’ অভিযোগ এনে সেই ভোট বর্জন করেন তিনি।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার কারণে বগুড়ার এই দুটি আসন শূন্য হয়। ফলে তৃতীয়বারের মতো আসনটিতে নির্বাচন দিতে হচ্ছে।

মনোনয়নপত্র সংগ্রহের পর হিরো আলম বলেন, ‘প্রথমে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা দলীয়ভাবে না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছি। আমি জনগণের কাজ করতে চাই। তাদের পাশে থাকতে চাই। আমার সামাজিক কর্মকাণ্ড করতে ভালো লাগে। এ ভালো লাগা থেকে সংসদীয় নির্বাচনে অংশ নিচ্ছি।’

শূন্য পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। সব কটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।