আপডেট : ২ জানুয়ারি, ২০২৩ ২১:০৩
৫ বলে ২৪ রান, দৈনিক বাংলার শাহরিয়ার ফাইনালসেরা

৫ বলে ২৪ রান, দৈনিক বাংলার শাহরিয়ার ফাইনালসেরা

ফাইনালসেরার পুরস্কার হাতে শাহরিয়ার। ছবি: সৌজন্য

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয় দশ দলের এই প্রতিযোগিতা। অংশ নেয়া দলগুলো হল - ক্র্যাব ইসি, এফবিআই, টুডেস ক্রাইম টপ টেনজ, ইন্টারপোল, সাদা দল, এভারগ্রিন, টিম রাডার, ডমিনেটরস, অলরাউন্ডার ও নিউ ভিশন। প্রতিটি দল প্রথম থেকেই নক আউট পর্বে খেলে।

সোমবার সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন নগদ লিমিটেডের হেড অব পাবলিক কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল)। এতে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সঞ্চলানায় ছিলেন ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

শাহরিয়ার হাসান।

ডমিনেটরস, এভারগ্রিন, ইন্টারপোল ও টুডেস ক্রাইম-এ চারটি দল নক আউট পর্বে নিজ নিজ ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ডমিনেটরস এভারগ্রিনকে হারিয়ে দেয়। অন্য সেমিফাইনালে টুডেস ক্রাইম হারায় ইন্টারপোলকে। ডমিনেটরস এবং টুডেস ক্রাইমের মধ্যে ফাইনাল ছড়িয়েছে টানটান উত্তেজনা।

এতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৭ রানের লক্ষ্য দেয় টুডেস ক্রাইম। দ্বিতীয় ইনিংসে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডমিনেটরস। শেষ ওভারে প্রয়োজন ছিল ২২ রানের। দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার শাহরিয়ার হাসান ঝড় তুলে ৫ বলে ২৪ রান করে ডমিনেটরসকে জয় এনে দেন। দুর্দান্ত ব্যাটিংয়ে জয় এনে দিয়ে ফাইনালসেরা হয়েছেন শাহরিয়ার হাসান।