পেলে ফিরলেন সান্তোসে। শেষবারের মতো। কফিনবন্দি হয়ে।
যখন খেলোয়াড় ছিলেন তার খেলা দেখার জন্য যেভাবে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় জড়ো হতো মানুষ, ঠিক একইভাবে আজও চারদিক থেকে ভেসে আসা জনস্রোত মিশেছে সেখানে। জনগণকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে আজ থেকেই ফুটবলের রাজার কফিন রাখা হয়েছে তার প্রিয় ক্লাবের মাঠে। কাল এখান থেকেই সান্তোস শহর প্রদক্ষিণ করবে শবযাত্রা, শেষ হবে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। বিশ্বের সবচেয়ে উঁচু এই সমাধিতে কাল চিরশায়িত হবেন পেলে।
শেষবারের মতো পেলে ভিলা বেলমিরোয় আসবেন বলে এই মাঠমুখি সবগুলো রাস্তা ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল। ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়েছিল আকাশ। কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খুলে দেয়া হয় মাঠের কিছু ফটক। অবশ্য তার অনেক আগে থেকেই মাঠে বাইরে জড়ো হতে থাকে মানুষ। কারো হাতে ফুল, কারো হাতে কিংবদন্তির ছবি। কারো বা হাতে কিংবদন্তির প্রাণের ক্লাব সান্তোসের পতাকা।
পেলের ‘আগমন’ ঘিরে নতুন সাজ নেয় ভিলা বেলমিরোও। দশর্ক আসনের একাংশ যেমন ‘পেলে ১০’ লেখা খচিত পোস্টারে সাজানো, তেমনি আরেক অংশের আসনে আসনে ফুলের তোড়া। আর পেলের ছবি সম্বলিত বড় বড় ব্যানার তো ছিলেই। কফিন রাখার জন্য মাঠের মধ্যখানে অস্থায়ী একটা চালার মতো তৈরি করা হয়। যার পাশ ঘেষে তৈরি করা হয় বিশেষ রাস্তা। সেই রাস্তা দিয়ে এসে পেলেকে শেষ দেখার সুযোগ পেয়েছেন সান্তোসের মানুষ।
শুধু সান্তোসের মানুষই বা বলা হচ্ছে কেন, পেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের অনেক দেশ থেকেই অনেক তারকা ও ক্রীড়া সংগঠক উড়ে গেছেন ব্রাজিলে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গেছেন, দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেসও গেছেন। পিএসজির কাছ থেকে ছুটি নিয়ে নেইমার তো আগেই পৌঁছেছেন ব্রাজিলে।
স্থানীয় সময় কাল সকাল ১০টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকবেন পেলে। এরপর তার শবযাত্রা প্রদক্ষিণ করবে সান্তোস শহর। ছেলের মৃত্যুশোক বয়ে নিয়ে বেঁচে থাকা পেলের মা দোনা সেলেস্তে যে বাড়িতে আছেন, সেই বাড়ির পাশ দিয়েই যাবে পেলের কফিন। শবযাত্রার শেষ হবে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। বিশ্বের সবচেয়ে উঁচু সমাধি হিসেবে যেটি ১৯৯১ সালে জায়গা করে নেয় গিনেস বুকে। যার ওপরটা ভিলা বেলমিরোর মাঠ থেকেই দেখা যায়। কিংবদন্তিকে সমাহিত করার সময় সেখানে শুধু তার পরিবারের সদস্যরাই থাকতে পারবেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা