আপডেট : ৩ জানুয়ারি, ২০২৩ ১৪:৩২
‘সিটাডেল’-এর কাজ ছাড়লেন সামান্থা
বিনোদন ডেস্ক

‘সিটাডেল’-এর কাজ ছাড়লেন সামান্থা

দীর্ঘদিন ধরেই মায়োসাইটিস রোগে ভুগছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একের পর এক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। রুশো ব্রাদার্সের ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর ইন্ডিয়ান ভার্সনে থাকার কথা ছিল সামান্থার। তবে জানিয়েছেন অসুস্থতার কারণে ‘সিটাডেল’-এ কাজ করতে পারবেন না তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন সামান্থা। এখন কদিন কাজ থেকে বিরতি নিয়েছেন। শেষ তিন মাস জনসমক্ষেও আসছেন না এই অভিনেত্রী। তার ইচ্ছা ছিল খুব তাড়াতাড়ি তার অংশের শুটিং শেষ করার। কিন্তু শরীর একেবারেই সায় দিচ্ছে না। তাই আপাতত ‘সিটাডেল’-এ কাজ করছেন না।

‘যশোদা’ ছবি মুক্তির আগেই চিকিৎসার জন্য সামান্থাকে ছুটতে হয়েছে আমেরিকায়। দিনকয়েক থেকে ফিরে আসেন দেশে। কিছুদিন ভালো থাকার পর যন্ত্রণা নিয়ে আবার তাকে ভর্তি হতে হয় বেঙ্গালুরুর হাসপাতালে। অবশেষে কঠিন সিদ্ধান্ত নিতে হলো সামান্থাকে। আপাতত কাজ নয়, বিরতি নিয়ে স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইছেন তিনি। শারীরিক পরিস্থিতি ঠিক না থাকার কারণে শেষ করতে পারলেন না ‘খুশি’ ছবির কাজ।