পাকিস্তানের একটি আদালত গতকাল বৃহস্পতিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
সম্প্রতি একটি জনসভায় নিজের বক্তব্যে ইমরান পাকিস্তানি একজন বিচারক এবং পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ করে হুমকি দেন বলে অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া ইমরানের বিরুদ্ধে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসের অভিযোগ আনেন। এতে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় এবং ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তীব্র নিন্দা জানায়। সমর্থকরা ঘোষণা দেন, ইমরান খানকে গ্রেপ্তার করা হলে তারা ইসলামাবাদ দখল করে নেবেন।
পাকিস্তানি দৈনিক পত্রিকা ডন জানায়, ইমরান খানের উপস্থিতিতে গতকাল এক শুনানিতে সন্ত্রাসবিরোধী আদালত তার জামিন মঞ্জুর করেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত এই জামিনের জন্য ইমরানকে ১ লাখ পাকিস্তানি রুপি জামানত দিতে হবে।
সাবেক ক্রিকেট তারকা ও পিটিআই নেতা ইমরান খান ছিলেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী। অনাস্থা ভোটে পরাজিত হওয়ায় গত ৯ এপ্রিল তার প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটে। পরে জাতীয় পরিষদে ফের ভোটাভুটিতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ক্ষমতায় এসেই তিনি নানা বিষয়ে ইমরান খানের ওপর দায় চাপিয়েছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা