২০০৯ সালে মুক্তি পেয়েছিল ফারহানা মিলি অভিনীত ব্যবসাসফল সিনেমা মনপুরা। তারপর আর সিনেমায় দেখা না গেলেও মাঝেমধ্যে নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার তিনি অভিনয় করলেন হালের জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তর সঙ্গে। নাটকের নাম ‘বিয়ে বাণিজ্য’। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এ বি রোকন।
নাটকের গল্পে দেখা যায়, বিয়ে নিয়ে রাশেদ সীমান্ত সব সময় প্রতারণার আশ্রয় নেয়। এই প্রতারণার মাধ্যমেই একে একে ১৬টি বিয়ে করেন তিনি। একসময় সব জারিজুরি ফাঁস হয়ে পড়ে, ঘটে ভীষণ বিপত্তি। একজনের কাছে ফেঁসে যান তিনি। জীবন হয়ে ওঠে বিষময়। এটা নিয়েই এগিয়ে যায় গল্প।
নাটকটি প্রচারিত হবে আজ রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে। এতে আরো অভিনয় করেছেন অলিউল হক রুমি, শফিক খান দিলুসহ অনেকে।
গল্পকার টিপু আলম মিলন নাটকটি প্রসঙ্গে বলেন, নাটকের নায়ক জগলুল হায়দার তথ্য গোপন করে একের পর এক বিয়ে করেন এবং কিছুদিন পর পর তার অবস্থান পরিবর্তন করেন। এটা আমাদের সমাজের একটা চিত্র। অনেকের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা