চীনের পতাকাবাহী উড়োজাহাজের ২৬টি ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ সংক্রান্ত অভিযোগে বেইজিংয়ের কর্তৃপক্ষ মার্কিন পতাকাবাহী উড়োজাহাজের কয়েকটি ফ্লাইট বাতিল করার পর ওয়াশিংটন পাল্টা ব্যবস্থা হিসেবে এমন পদক্ষেপ নিল।
যুক্তরাষ্ট্র সরকারের এ সিদ্ধান্তের ফলে সিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসের আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ২৬ ফ্লাইট বাতিল হলো। কোভিডের কারণ দেখিয়ে চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান এয়ারলাইনস, ডেল্টা এয়ার লাইনস এবং ইউনাইটেড এয়ারলাইনসের ২৬টি ফ্লাইট বাতিল বলে সম্প্রতি ঘোষণা দেয়।
ওয়াশিংটনের চীনা দূতাবাস এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা