আপডেট : ৮ জানুয়ারি, ২০২৩ ১১:৪১
আরিচা-কাজিরহাটে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
প্রতিনিধি, মানিকগঞ্জ

আরিচা-কাজিরহাটে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রায় ১২ ঘণ্টা বন্ধ ছিল আরিচা-কাজিরহাট রুটের ফেরি চলাচল। ছবি: দৈনিক বাংলা

ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি জানিয়েছেন।

খালেদ নেওয়াজ জানান, রোববার সকালে ঘন কুয়াশা কেটে গেলে চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় আরিচা ও কাজিরহাট ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বর্তমানে ৫টি ফেরি দিয়ে আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা বলেন, ‘শনিবার রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায় এবং নৌ-দুর্ঘটনার আশঙ্কা দেখা। পরে যাত্রী ও চালকদের জানমালের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।’