আপডেট : ৯ জানুয়ারি, ২০২৩ ০৮:৪৯
রোদ ঝলমলে ঢাকার সকাল, কমেছে শীত

রোদ ঝলমলে ঢাকার সকাল, কমেছে শীত

সোমবার সকাল থেকেই ঢাকায় রোদের দেখা মিলেছে। ছবি: দৈনিক বাংলা

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের মধ্যে সোমবার সকাল থেকেই রাজধানীতে মিষ্টি রোদের দেখা মিলেছে। কমেছে শীতও।

আবহাওয়া অফিস বলছে, ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা গত কয়েক দিনের চেয়ে বেড়েছে। দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলের মানুষকে কয়েক দিন ধরে হাঁড়কাপানো শীতের মুখোমুখী হতে হয়েছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার দুর্ভোগ আরও বাড়ে গত শনিবার। ঢাকার তাপমাত্রা নামে ১১ দশমিক ৫ ডিগ্রিতে।

তবে গত রোববার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। দুপুরের দিকে সূর্যের দেখা মেলে। কমতে থাকে শীতের প্রকোপও। এদিন সকালে ঢাকা ও এর আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া এদিন ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।