আপডেট : ৯ জানুয়ারি, ২০২৩ ২১:৪২
থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা ১১ থেকে ১৭ জানুয়ারি
থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা ১১ থেকে ১৭ জানুয়ারি প্রতিনিধি, বান্দরবান

থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা ১১ থেকে ১৭ জানুয়ারি

থানচির নাফাখুম-রেমাক্রি ট্রেইল। ছবি: উইকিমিডিয়া কমন্স

বান্দরবানের সীমান্ত এলাকায় জঙ্গি সংগঠন ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বান্দরবানের থানচি উপজেলায় পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেলার রুমা ও রোয়াংছড়িতে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। এই তিন উপজেলা বাদ দিয়ে বান্দরবানের বাকি চার উপজেলায় পর্যটকদের যাতায়াতে কোনো বাধা নেই।

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বান্দরবান সেনানিবাস। এ জন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই তিন উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা দেয়া হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর প্রথম বান্দরবানের রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দফায় দফায় নিষেধাজ্ঞা বেড়েছে, বেড়েছে নিষেধাজ্ঞার অধীন উপজেলা।

সর্বশেষ গত ১২ ডিসেম্বর বাকি সব উপজেলা বাদ দিয়ে কেবল রুমা ও রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। সে নিষেধাজ্ঞা বহাল থাকার পাশাপাশি এবার এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো থানচি উপজেলা।