আপডেট : ৯ জানুয়ারি, ২০২৩ ২২:১২
ছুরিকাঘাতে সাংবাদিককে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ছুরিকাঘাতে সাংবাদিককে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

আশিকুর রহমান আশিক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আশিকুর রহমান আশিক (২৭) নামের এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আশিকের বন্ধুরা জানিয়েছেন, বাতিঘর নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে রক্তদান নিয়ে রেষারেষির জের ধরে হাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘণ্টাখানেক পরই প্রধান অভিযুক্ত রায়হানকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের অবকাশ পার্কের সামনে এ ঘটনা ঘটে। আশিক শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি দৈনিক পর্যবেক্ষণ নামের একটি পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ছিলেন। তাকে হত্যায় অভিযুক্ত রায়হান পৌর এলাকার ভাদুঘর এলাকার শিরু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যেই রায়হানকে আটক করা হয়েছে। বাতিঘর সংগঠনের মাধ্যমে রক্ত দেয়া নিয়ে রায়হান ও আশিকের মধ্যে দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আটক রায়হানকে এ নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আশিক হত্যার প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন জানান, জেলা শহরের অবকাশ ফারুকী পার্কে বিকেল সাড়ে ৩টায় বাতিঘর সংগঠনের সভা ছিল। সংগঠনের সদস্য আশিকও সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে

ফারুকী পার্ক থেকে বের হয়ে আশিক ব্যাটারিচালিত অটোরিকশায় উঠলে পাঁচ-ছয়জন অটোরিকশাটি ঘিরে ফেলেন। আশিককে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান।

আজহার উদ্দিন আরও জানান, এ সময় আশিসহ বাতিঘরের আরও কয়েকজন সদস্য তাদের ধাওয়া করেন। একপর্যায়ে আশিক অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, হত্যাকাণ্ডের ঘটনা শুনে হাসপাতালে গিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।