আপডেট : ৯ জানুয়ারি, ২০২৩ ২২:৫৬
‘ছাত্রলীগ মানে এক হাতে কবিতার খাতা, আরেক হাতে কলম’
প্রতিনিধি, কক্সবাজার

‘ছাত্রলীগ মানে এক হাতে কবিতার খাতা, আরেক হাতে কলম’

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের অনুষ্ঠান, বাঁয়ে বক্তব্য রাখছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন। ছবি: দৈনিক বাংলা

স্মার্ট ছাত্রলীগ গড়ার প্রত্যয় জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন। তিনি বলেন, ছাত্রলীগ মানে এক হাতে কবিতার খাতা ও আরেক হাতে কলম। ছাত্রলীগ হবে সন্ত্রাস প্রতিরোধের হাতিয়ার। শিক্ষাবান্ধব ছাত্ররাজনীতি ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে কক্সবাজারে হবে স্মার্ট ছাত্রলীগ।

সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন কলম। এই কলমই ছাত্রলীগের একমাত্র হাতিয়ার।

পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা ফাওয়াজ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি বোরহান উদ্দিন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক, জেলা ছাত্রলীগ নেতা মুরাদ মাহমুদ চৌধুরী, ইসমাম রফিক, খাইরুল ইসলাম জিসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হক, সাবেক জেলা ছাত্রলীগের সাহিত্যবিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমু, জেলা ছাত্রলীগ নেতা আরমানুল ইসলামসহ জেলা ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতারা।