আপডেট : ১০ জানুয়ারি, ২০২৩ ০৯:০১
বিড়াল দত্তক নিলে বিমান ভাড়া ফ্রি
দৈনিক বাংলা ডেস্ক

বিড়াল দত্তক নিলে বিমান ভাড়া ফ্রি

স্পিরিট, ডেল্টা আর ফ্রন্টিয়ার নামের তিন বেড়াল ছানা কিন্তু রাতারাতি বিখ্যাত হয়ে গেল। ছানাগুলো দত্তক নিলে ফ্রন্টিয়ার এয়ারলাইনের টিকিট ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর পর থেকেই এগুলোর ব্যাপারে মানুষের আগ্রহ বেড়েছে।

মাত্র কয়েক দিন বয়সী ছানাগুলো এখন লাস ভেগাস অ্যানিমেল ফাউন্ডেশনে আছে। সেখান থেকে এগুলোকে পোষ্য হিসেবে নেয়া যাবে।

ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একজন প্রতিনিধি জানান, কেউ যদি স্পিরিট বা ডেল্টাকে পোষ্য হিসেবে নিতে রাজি হন, তবে তাকে ২৫০ মার্কিন ডলারের দুটি ভাউচার দেয়া হবে। অর্থাৎ মোট ৫০০ ডলারের টিকিট পাবেন তিনি। আর ফ্রন্টিয়ার নামের বিড়াল ছানার জন্য বরাদ্দ রয়েছে আরও বেশি। ফ্রন্টিয়ারকে পোষ্য হিসেবে নিলে চারটি ভাউচার অর্থাৎ ১ হাজার ডলারের টিকিট মিলবে বিনা মূল্যে। এ ভাউচারগুলো ব্যবহার করে চলতি বছরের যেকোনো সময় বিমানে ভ্রমণ করতে পারবেন তারা।

এক ই-মেইল বার্তায় এয়ারলাইনস কর্তৃপক্ষ সিএনএনকে জানায়, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে উদ্ধারকারী প্রতিষ্ঠানটি এয়ারলাইনসের নামে বিড়াল ছানাগুলোর নাম রেখেছে। এমনকি আমাদের এয়ারলাইনসের নামেও একটি রয়েছে। তারা বুঝতে পেরেছে যে এ প্রতিষ্ঠানটি পশুপাখির দুর্দশায় তাদের সহায়তা করে, পাশে থাকে।’

পশুপাখির কল্যাণে ফ্রন্টিয়ার এয়ারলাইনস সব সময়ই তৎপর। এর ‘প্লেন টেইল’ প্রোগ্রামটিও পশুপ্রেমিকদের নজর কেড়েছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি বিমানের লেজে রয়েছে বিপন্ন বা বিলুপ্তপ্রায় প্রাণীর ছবি। ইতিপূর্বে বিমানবন্দরে ফেলে যাওয়া এক কুকুরের দায়িত্ব নিয়েছেন ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একজন পাইলট। বিমান কর্তৃপক্ষ জাঁকজমকের সঙ্গে কুকুরটিকে হস্তান্তরের অনুষ্ঠান করে।

লাস ভেগাসের অলাভজনক প্রতিষ্ঠান দ্য অ্যানিমেল ফাউন্ডেশন সিএনএনকে জানায়, ডিসেম্বরের শেষ দিকে বিড়াল ছানাগুলোকে পায় তারা। এগুলোর বয়স মাত্র দুই সপ্তাহ। আর চার সপ্তাহ পর যখন এগুলো আরেকটু মোটাতাজা মানে অন্তত দেড় পাউন্ড ওজনের হবে, তখনই এগুলোকে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‘আমাদের কাছে এত পশুপাখি আসে যে সবগুলোকে এখানে যত্নে রাখা সম্ভব না। তাই আমরা এমন পরিবার খুঁজি, যারা নিজ পরিবারের সদস্যদের মতোই যত্ন করে এদের রাখবেন, ভালোবাসবেন। আর এই তুলতুলে ছোট্ট বলের মতো বিড়াল ছানাগুলোকে দেখলে যে কারোরই আসলে ভীষণ আদর করে রাখতে ইচ্ছা হবে’- বলছিলেন ফাউন্ডেশনের যোগাযোগ ব্যবস্থাপক কেলসি পিজি।