রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে তেল-গ্যাসের মূল্য বৃদ্ধির পর ২০২২ সালে দ্বিগুণেরও বেশি মুনাফা অর্জন করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি (বিপি)। গত বছর বহুজাতিক এই প্রতিষ্ঠানটি লাভ করেছে ২ হাজার ৭৭০ কোটি (২৭ দশমিক ৭ বিলিয়ন) মার্কিন ডলার।
মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। ২০২১ সালে বিপির বার্ষিক মুনাফা হয়েছিল ১ হাজার ২৮০ কোটি মার্কিন ডলার। গেল বছর কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ১১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলও গত সপ্তাহে এমন তথ্য জানিয়েছে। তারা ২০২২ সালে প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলার মুনাফা অর্জন করছে, যা ছিল কোম্পানিটির বিগত ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
গত বছরের মার্চ থেকেই বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে শুরু করে। ফলে বিপি এবং শেলের মতো কোম্পানিগুলো বিপুল পরিমাণে মুনাফা অর্জন করতে শুরু করে।
কোভিড লকডাউন শেষ হওয়ার পরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে শুরু করেছিল তবে গত বছরের মার্চে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সময় সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তা আরও দ্রুত বেড়ে যায়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বর্তমান ক্ষমতাসীন দলের (পিএমএল-এন) শত্রু হিসেবে উল্লেখ করে বলেছেন, ইমরান খান দেশের রাজনীতিকে এমন একপর্যায়ে নিয়ে গেছেন, যেখানে হয় তিনি টিকে থাকবেন, না হয় আমরা থাকব। খবর আল-জাজিরার।
স্থানীয় সংবাদমাধ্যম সোমবার এ খবর প্রকাশ করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ঘনিষ্ঠ পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা রানা সানাউল্লাহ গত রোববার ওই বক্তব্যে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কঠোর সমালোচনা করেছেন।
পাঞ্জাবের ওয়াজিরাবাদে গত নভেম্বরে এক সমাবেশ চলাকালে হামলার শিকার হন ইমরান। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে দায়ী করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দায়ী করেছেন।
সানাউল্লাহ রোববার বলেছেন, ইমরান খান দেশের রাজনীতিকে এমন একপর্যায়ে নিয়ে গেছেন যেখানে পিটিআই বা পিএমএলএন- দুটির মধ্যে শুধু একটিই টিকে থাকতে পারে।
ভারতে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের ইস্যুতে সোমবার লোকসভা উত্তপ্ত হয়ে ওঠে। লোকসভার স্পিকার ওম বিড়লার দিকে কাগজ ছুড়ে মারেন বিরোধী সাংসদরা। এমন পরিস্থিতিতে অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই স্পিকার কার্যক্রম মুলতবি করেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, লোকসভার স্পিকার বিড়লা তার আসন গ্রহণ করার মুহূর্তে কালো পোশাক পরে থাকা কংগ্রেস সাংসদরা তার চেয়ারের দিকে কাগজ ছুড়তে শুরু করেন। এই ঘটনার পর স্পিকার বলেন, ‘আমি মর্যাদার সঙ্গে সংসদ চালাতে চাই।’ এর পরই সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত তিনি নিম্নকক্ষের কার্যক্রম মুলতবি করেন।
রাজ্যসভাতেও কংগ্রেসসহ বাকি বিরোধী সাংসদদের বিক্ষোভ দেখানোর কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্থানীয় সময় বেলা ২টা পর্যন্ত কার্যক্রম স্থগিত করেন।
এ দিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার দাবিতে বিরোধীদের নিয়ে বৈঠক করে কংগ্রেস। সেই বৈঠকে অন্য বিরোধী দলগুলোর মতো যোগ দিয়েছিল তৃণমূলও।
রাহুলের সদস্য পদ খারিজ হওয়ার প্রতিবাদে কংগ্রেস এবং কয়েকজন বিরোধী সাংসদকে লোকসভায় কালো পোশাক পরে আসতে দেখা যায়। মানহানির মামলায় গত বৃহস্পতিবার রাহুলকে দুই বছরের জেলের সাজা শোনান গুজরাতের সুরাত জেলা আদালত। ২০১৯ সালে একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বংশীয় পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
গত শুক্রবার রাহুলের সংসদ সদস্যপদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছে। কংগ্রেসের কয়েক’শ নেতা সোমবার দিল্লিতে বিক্ষোভ করছেন। হিমাচল, রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাট রাজ্যেও বিক্ষোভ সমাবেশ করছেন কংগ্রেসকর্মীরা।
জার্মানিতে ট্রাম-বাস, ট্রেন, বিমান চলছে না। শ্রমিক সংগঠনগুলোর ডাকে সোমবার বিশাল ধর্মঘটে গোটা দেশ প্রায় স্থবির হয়ে যায়। খবর ডয়চে ভেলের।
মূল্যস্ফীতির মধ্যে বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা ওই ধর্মঘটের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন।
গত রোববার মাঝরাত থেকে সোমবার মাঝরাত পর্যন্ত জার্মানিতে ভ্যার্ডি এবং ইভিডি নামের দুটি সংগঠন ওই ধর্মঘট আহ্বান করে। ভ্যার্ডি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক সংগঠনগুলোর একটি। আর ইভিডি হচ্ছে জার্মানির রেল ও পরিবহন শ্রমিকদের সংগঠন। ভ্যার্ডির সদস্য সংখ্যা প্রায় ২৫ লাখ এবং ইভিজির প্রায় দুই লাখ ৩০ হাজার সদস্য রয়েছে।
সরকার ও পৌর স্তরের শ্রমিক-কর্মীদের জন্য মোটা অঙ্কের বেতন বৃদ্ধির দাবি করছে ওই দুই সংগঠন।
মিয়ানমারের জান্তা সরকারবিরোধী বিক্ষোভ-আন্দোলন গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন সেনাশাসক মিন অং হ্লাং। তিনি বলেন, যেকোনো মূল্যে বিরোধীদের দমন করতে সেনাবাহিনী লড়াই অব্যাহত রাখবে। মিয়ানমারের রাজধানী নেপিদোতে সোমবার এক কুচকাওয়াজ অনুষ্ঠানে মিন অং হ্লাং এ কথা বলেন।
বিবিসি জানায়, ২০২১ সালে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। জান্তা সরকারের দমন-পীড়নে হাজারও মানুষ প্রাণ হারিয়েছেন। ১০ লাখের বেশি মানুষ বাস্ত্যুচ্যুত হয়েছেন। নিজ দেশের জনগণের বিরুদ্ধে নৃশংসতা আক্রমণ চালানোর অভিযোগে মিয়ানমারের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এত কিছু সত্ত্বেও মিয়ানমারের সেনাশাসক যে তার কঠোর অবস্থান থেকে সরে আসছেন না, সেটি তার বক্তব্যেই পরিষ্কার হয়ে গেছে। মিয়ানমারের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডকে তিনি ‘সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে জান্তাপ্রধান মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সর্মথনকারী এবং সেনাবাহিনীর অভ্যুত্থানের সমালোচনাকারীদের নিন্দা করেন।
নেপিদোতে সোমবার বার্ষিক সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করা প্রায় আট হাজার সেনাসদস্য অংশ নেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে মিন অং হ্লাং হুমকি দিয়ে বলেন, তার সেনাবাহিনী জান্তাবিরোধী এবং বিভিন্ন নৃগোষ্ঠীর বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, জান্তা সরকার জরুরি অবস্থা শেষ হলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ করবে।
প্রসঙ্গত, মিয়ানমারের জান্তা সরকার গত মাসে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দেয় এবং নির্বাচন স্থগিত করে। এর আগে তারা আগস্ট নাগাদ দেশে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিল।
স্থানীয় একটি পর্যবেক্ষণ গ্রুপের মতে, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযানে ৩ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে সংঘাতের কারণে ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন।
কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। খবর আল-জাজিরার।
প্রতিবেশী দক্ষিণ কোরিয়া জানায়, সোমবার স্থানীয় সময় সকালে উত্তর কোরিয়ার হোয়াইং প্রদেশের পূর্ব উপকূলে পরপর দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
পিয়ংইয়ং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে। চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরুর পর থেকে পাল্টা জবাব হিসেবে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার তারা এক জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল।
রাশিয়া নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের একটি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি রাশিয়ার আকাশে উড়ছিল।
সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের ড্রোনটি ধ্বংসের এ দাবি করেছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ওই ড্রোনটি গত রোববার রাশিয়ার কিরেইয়েভস্ক শহরের কেন্দ্রস্থলের আকাশে উড়ছিল।
শহরটির অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে ৪০০ কিলোমিটার ভেতরে। বিবৃতিটি টেলিগ্রামে পোস্ট করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফকে স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) দলীয় প্রধান হিসেবে বেছে নিয়েছে। পাঁচ সপ্তাহের প্রতিযোগিতার পর তাকে বেছে নেয় এসএনপি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মঙ্গলবার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পদে ভোটে এসএসপি দলীয় প্রধান হামজা জয়ী হবে বলে প্রায় নিশ্চিতভাবে মনে করা হচ্ছে। ভোটে জিতলে স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হবেন হামজা। স্টার্জেন গত মাসে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। আট বছর ধরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পালন করেন স্টার্জেন। স্কটল্যান্ডের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় এই পদে ছিলেন।
আল-জাজিরা জানায়, স্টার্জেনের পদত্যাগের পর এসএনপির দলীয় প্রধানের পদটিতে ৩৭ বছর বয়সী হামজা ইউসুফ সবচেয়ে জনপ্রিয় প্রার্থী ছিলেন। করোনাভাইরাস মহামারিকালে স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হামজা। মহামারির সময় দক্ষতার সঙ্গে স্কটল্যান্ডের স্বাস্থ্য খাত সামলান হামজা।
এডিনবার্গে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের উদ্দেশে নিজের বিজয়ী ভাষণে উচ্ছ্বসিত হামজা বলেন, ‘পাঞ্জাব থেকে আমাদের পার্লামেন্ট, এটি আমাদের প্রজন্মের যাত্রা।’
যুক্তরাষ্ট্রে শিখ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ে (গুরুদুয়ারা) গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। গত রোববার দুপুর আড়াইটার দিকে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টিতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যাক্রামেন্টো শিখ সোসাইটির গুরুদুয়ারাটিতে ওই ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক।
স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের (প্রশাসনিক কর্মকর্তা) কার্যালয় থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধরা একে অপরকে চিনতেন। নিজেদের মধ্যে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। বিষয়টি জাতিগত বিদ্বেষ বা এরকম কোনো ঘটনা নয়।
এ ঘটনায় তিনজন জড়িত ছিলেন। তাদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়, পরে গুলির ঘটনা ঘটে।
শেরিফের কার্যালয়ের মুখপাত্র অমর গান্ধী বলেন, ‘এ ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয়জনের বন্ধুকে গুলি করে প্রথমজন। পরে দ্বিতীয়জন এসে প্রথমজনকে গুলি করে পালিয়ে যায়।’
সন্দেহভাজন তিনজনের মধ্যে একজনকে ভারতীয় (পুরুষ) বলে শনাক্ত করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রে পতন ঘটা সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেন্স ব্যাংক অ্যান্ড ট্রাস্ট। সোমবার নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।
এফডিআইসি এক বিবৃতিতে জানিয়েছে, এসভিবির সব ডিপোজিট ও ঋণের দায়িত্বগ্রহণ সংক্রান্ত পারচেজ অ্যান্ড অ্যাসাম্পশন চুক্তিতে সই করেছে ফার্স্ট সিটিজেন্স। ফলে ২৭ মার্চ (সোমবার) থেকে সিলিকন ভ্যালি ব্যাংকের ১৭টি শাখার সবক’টিই চালু হচ্ছে ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের নামে।
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে মারাত্মক অস্থিরতার মধ্যে গত ১০ মার্চ স্টার্টআপ ব্যবসায় শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধের ঘোষণা দেয়া হয়। সেসময় ব্যাংকটির মোট সম্পদ ছিল ১৬৭ বিলিয়ন ডলারের এবং মোট ডিপোজিট বা আমানত ছিল ১১৯ বিলিয়ন ডলারের মতো।
এফডিআইসির বিবৃতিতে বলা হয়েছে, ক্রয় চুক্তির আওতায় ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়ে সিলিকন ভ্যালি ব্যাংকের ৭২ বিলিয়ন ডলারের সম্পদ অধিগ্রহণ করা হবে। নিরাপত্তা ও অন্যান্য খাতের ৯০ বিলিয়ন ডলার সম্পদ থাকবে এফডিআইসির হাতে। এই চুক্তির সম্ভাব্য মূল্য দাঁড়াচ্ছে ৫০০ মিলিয়ন ডলার।
এফডিআইসি জানিয়েছে, পতিত সিলিকন ভ্যালি ব্যাংকের ডিপোজিটর বা আমানতদাররা এখন স্বয়ংক্রিয়ভাবে ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের আমানতদার হয়ে যাবেন। তাদের আমানত জমা বা গ্রহণ প্রক্রিয়া দেখভাল করবে এফডিআইসি।
রয়টার্স জানিয়েছে, বিপর্যস্ত সিলিকন ভ্যালি ব্যাংককে কিনে নেয়া ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের বর্তমান সম্পদের পরিমাণ ১০৯ বিলিয়ন ডলার এবং তাদের মোট আমানত আছে ৮৯ বিলিয়ন ডলারের মতো।
সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের দুদিন পর নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংকও বন্ধ করে দেয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ক্রিপ্টো ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ ঋণদাতা সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ এখন এফডিআইসির হাতে। নিউইয়র্কের আর্থিক সেবা দপ্তরের তথ্যমতে, গত বছরের শেষান্তে সিগনেচার ব্যাংকের ১১০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার সম্পদ এবং ৮৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার আমানত (ডিপোজিট) ছিল। তবে এই ব্যাংকটির বিষয়ে নতুন কোনো তথ্য জানা যায়নি।
প্রকাশিত খবর অনুসারে, ২০০৮ সালের পর এই মার্চেই সবচেয়ে বড় ধসের কবলে পড়ল মার্কিন ব্যাংকিং খাত। এর আগে ২০০৮ সালে কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই বছরের ২৫ অক্টোবর ব্যাংকিং কোম্পানি ওয়াশিংটন মিউচুয়াল বন্ধ করে দেয়া হয়। তখন এর সম্পদমূল্য ছিল ৩০৭ বিলিয়ন ডলার। তার আগে ওই বছরের আগস্টে ইন্ডি ম্যাক নামে আরও একটি ব্যাংকিং কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল।
পড়ুন আগের খবর
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ ঘোষণা
বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর বিচার বিভাগীয় পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদ করায় গত রোববার হঠাৎ করেই গ্যালান্টকে বরখাস্ত করা হয়। এ দিকে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের পর ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভকারী নেমেছে। খবর বিবিসি ও আল-জাজিরার।
রোববার স্থানীয় সময় গভীর রাতে পতাকা নিয়ে প্রধান মহাসড়ক অবরোধ করেন তেল আবিবের বিক্ষোভকারীরা। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এদিকে জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির বাইরেও জড়ো হয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে এ অস্থিরতা নেতানিয়াহুর বিচার বিভাগকে সংশোধন করার পরিকল্পনা নিয়ে এক মাসব্যাপী চলা সঙ্কটকে আরও গভীর করেছে। যা গণবিক্ষোভের জন্ম দিয়েছে। ব্যবসায়ী নেতা এবং প্রাক্তন নিরাপত্তা প্রধানরাও এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ঘনিষ্ঠ মিত্ররাও।
নেতানিয়াহুর ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করা ইঙ্গিত দেয় যে প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা এই সপ্তাহেই তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন। গ্যালান্ট ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রথম সিনিয়র সদস্য। যিনি এর বিরুদ্ধে কথা বলেছিলেন, বলেছিলেন যে গভীর বিভাজন সামরিক বাহিনীকে দুর্বল করার হুমকি দিচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্তের বিষয়টি জানার পরপরই ৬৪ বছর বয়সী গ্যালান্ট টুইটারে বলেন ‘ইসরায়েলের নিরাপত্তা সবসময়ই আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।’ এ দিকে গ্যালান্টের বরখাস্তের ঘোষণা দিলেও তার স্থলাভিষিক্ত কে হবেন সে ব্যাপারে এখনো কিছু জানায়নি নেতানিয়াহুর কার্যালয়।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, সোমবার সকালে নেতানিয়াহুর জোটের নেতাদের বৈঠক করার কথা রয়েছে। এ দিকে তৃণমূলের প্রতিবাদ দেখে মনে হয়েছে এটি জেরুজালেমে নেসেট বা সংসদের বাইরে আরেকটি গণ বিক্ষোভ করবে।
বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভ্যাটিকানে রক্ষিত পার্থেনন মন্দিরের তিনটি খণ্ডাংশ গ্রিসকে ফেরত দিল দেশটি।
গত বছর পোপ ফ্রান্সিস আড়াই হাজার বছরের পুরোনো মার্বেলের এ খণ্ডাংশগুলো ফেরত দেয়ার ঘোষণা দেন।
এরপর সব আনুষ্ঠানিকতা শেষে মহামূল্যবান এ ঐতিহাসিক নিদর্শন ফেরত পেল গ্রিস। তিনটি খণ্ডাংশের মধ্যে রয়েছে একটি ঘোড়ার মাথা, একটি দাড়িওয়ালা মানুষের ও একটি বালকের মাথা।
গ্রিস অবশ্য বিংশ শতাব্দীর শুরু থেকেই বিশ্বের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত পার্থেনন মন্দিরের মূল্যবান সামগ্রীগুলো ফিরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছিল।
পার্থেনন গ্রিসের অন্যতম ঐতিহাসিক এক স্থাপনা। এথেন্সের ইলিসস উপত্যকায় চুনাপাথরের পাহাড়ের ওপর ২ হাজার ৫০০ বছর ধরে নানা ঝড়-ঝাপটা সহ্য করে এখনো দাঁড়িয়ে আছে গ্রিক পুরাণের দেবী এথেনার সম্মানে নির্মিত মন্দিরটি।
খ্রিষ্টপূর্ব ৪৯০ সালে মন্দিরের কাজ শুরু হয়। এরপর গ্রিকদের সঙ্গে পার্সিয়ানদের যুদ্ধ বাধে। ৩৩ বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় ধ্বংস হয়ে যায় পার্থেনন। যুদ্ধ শেষে আবারও মন্দিরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন জেনারেল পেরিক্লেস। যেহেতু স্বয়ং দেবী এথেনার সম্মানে নির্মিত হবে, সেহেতু আয়োজনের কমতি রাখেননি তিনি। মন্দির নির্মাণে খ্রিষ্টপূর্ব ৪৪৭ সালেই যে আধুনিক কলাকৌশল ব্যবহার হয়েছিল, তা বিস্মিত করে অনেককেই। পার্থেনন নির্মাণে প্রায় ১৩ হাজার ৪০০টি বড় পাথরের খণ্ড ব্যবহার করেন নির্মাতারা। শুধু এই পাথরগুলোর পেছনেই এথেনীয়রা তখন ব্যয় করেন প্রায় ৪৭০টি রৌপ্যমুদ্রা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার।
অতঃপর প্রায় এক হাজার বছর গ্রিকদের ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হওয়ার পর পার্থেনন ও এর পার্শ্ববর্তী মন্দিরগুলো খ্রিষ্টানদের দখলে চলে যায়। পঞ্চম খ্রিষ্টাব্দে এথেন্স বাইজেন্টাইন ও রোমানদের হাতে চলে যায়। পরবর্তী সময়ে ১৫০০ খ্রিষ্টাব্দে অটোমানদের শাসনামলে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। অতঃপর উনিশ শতকে গ্রিস স্বাধীনতা অর্জন করার পর আবারও এথেন্স পার্থেনন মন্দিরটি ফিরে পায়। যদিও ততদিনে যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে কাঠামো ছাড়া এর সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। চুরি হয়েছিল ভেতরের বিভিন্ন মূল্যবান সামগ্রী।
আর এই মূল্যবান সামগ্রীর ৫০ শতাংশই চলে গিয়েছিল ব্রিটিশ জাদুঘরে। জানা যায়, আঠারো শতকের শুরুর দিকে থমাস ব্রুস নামে এক ব্যক্তির নির্দেশে পার্থেনন মন্দিরের মার্বেলগুলো সরিয়ে ফেলা হয়। এরপর সেগুলো তিনি ব্রিটিশ সরকারের কাছে বিক্রি করে দেন। তখন থেকেই মার্বেলগুলো ব্রিটিশ জাদুঘরে সংরক্ষিত আছে। সেগুলোর মধ্যেই তিনটি মার্বেল সম্প্রতি ফেরত পেল গ্রিস।
সূত্র: বিবিসি
চীনের সঙ্গে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক যাত্রা শুরু করেছে হন্ডুরাস। তার আগেই মধ্য আমেরিকার এই দেশটি তাইওয়ানের সঙ্গে তাদের কয়েক দশকের পুরোনো সম্পর্ক ছিন্ন করে।
হন্ডুরাসের সরকার গত শনিবার এক বিবৃতিতে জানায়, গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই একমাত্র বৈধ সরকার যা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে। তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।
হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা তাইপের সঙ্গে কোনো সম্পর্ক বা আনুষ্ঠানিক যোগাযোগ রাখবে না। সম্পর্ক ছিন্ন করার এ সিদ্ধান্ত তাইওয়ানকে জানানো হয়েছে।
তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হন্ডুরাস যে চীনের হাত ধরতে যাচ্ছে তার ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে চীন সফরে যান। এর আগে হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো বলেছিলেন, তার সরকার বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করতে যাচ্ছে।
চীনের পক্ষ থেকে বলা হয়, তাদের পররাষ্ট্রমন্ত্রী কুইন গাং এবং হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো এনরিক রেইনা বেইজিংয়ে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের স্বীকৃতিস্বরূপ একটি চুক্তিতে সই করেছেন।
গত শনিবার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা গণপ্রজাতন্ত্রী চীনকে (পিপলস রিপাবলিক অব চায়না) একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যারা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে এবং তাইওয়ানকে চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নেয়।
এদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বেইজিংয়ের মাধ্যমে প্রলুব্ধ হয়ে সেই দলে অংশ নেয়ার আগে হন্ডুরাস তাদের কাছে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছিল।
এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেপ উ বলেছেন, সিওমারা কাস্ত্রো এবং তার সরকার চীনকে নিয়ে ‘সব সময়ই বিভ্রমের মধ্যে ছিলেন’ এবং চীন হন্ডুরাসকে ‘প্রলুব্ধ’ করা কখনো বন্ধ রাখেনি। এক ভিডিওবার্তায় জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তাইওয়ান চীনের সঙ্গে ‘অর্থহীন’ আর্থিক সহায়তার বিনিময়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিযোগিতায় নামবে না।
তাইওয়ান আর্থিক সহায়তার প্রসঙ্গ টানলেও চীন বা হন্ডুরাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
১৯৪০-এর দশক থেকে তাইওয়ানের সঙ্গে হন্ডুরাসের মিত্রতার সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ১৯৪৯ সালে গৃহযুদ্ধের মধ্যে দুই পক্ষ বিভক্ত হওয়ার পর থেকেই কূটনৈতিক স্বীকৃতির জন্য লড়াইয়ে জড়িয়ে পড়ে চীন এবং তাইওয়ান। চীন থেকে বিচ্ছিন্ন হওয়া তাইওয়ানের স্বাধীনতায় স্বীকৃতি দেয়া দেশগুলোর একটি ছিল হন্ডুরাস। হন্ডুরাস সরকারের বর্তমান চীনঘেঁষা অবস্থানের ফলে তাইওয়ানকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা এখন ১৩-তে দাঁড়িয়েছে।
আবারও বড় উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল নেপাল। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তিন জনকে বরখাস্ত করা হয়েছে। খবর এনডিটিভির।
নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএএন) জানিয়েছে, দায়িত্বে অবহেলার কারণে সংস্থাটির এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিভাগের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
গত শুক্রবার সকালে নেপাল এয়ার লাইন্সের একটি এয়ারবাস এ-৩২০ মডেলের উড়োজাহাজের সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়। নেপালের উড়োজাহাজটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে কাঠমান্ডু ফিরছিল। এ দিকে ভারতীয় উড়োজাহাজটি নয়া দিল্লি থেকে কাঠমান্ডু আসছিল।
আরও পড়ুন: নেপালে ৩০ বছরে ঘটেছে ২৭ উড়োজাহাজ দুর্ঘটনা
সিএএএনের মুখপাত্র জগন্নাথ নিরোলা বলেন, ভারতীয় উড়োজাহাজটি ১৯ হাজার ফুট উচ্চতা থেকে নিচের দিকে নামছিল, এ সময় নেপাল এয়ারলাইন্সের উড়োজাহাজটি ছিল ১৫ হাজার ফুট উচ্চতায়। রাডারে দুটি উড়োজাহাজ প্রায় কাছাকাছি চলে এসে গেছে দেখার পর নেপালের উড়োজাহাজটি সাত হাজার ফুট উচ্চতায় নেমে আসে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরের অবস্থান নেপালে। পাহাড়বেষ্টিত হওয়ার কারণে দেশটির একাধিক বিমানবন্দরে ওঠানামা করা যেকোনো উড়োজাহাজের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একটি হিসাব মতে, গত ৩০ বছরে দেশটিতে প্রায় ৩০টি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতেও নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। গত ১৫ জানুয়ারি নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়।