ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শনিবার আদালত প্রাঙ্গণে ইমরান খানের শুধু হাজিরা নিয়েই তাকে ছেড়ে দিয়েছেন। এদিন তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
এদিকে ইমরান ইসলামাবাদের পথে রওনা হওয়ার পর লাহোরে তার বাড়িতে পুলিশ ঢোকে। এ সময় সেখানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, গ্রেপ্তারির ঝুঁকি মাথায় নিয়ে শনিবার ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতে উপস্থিত হন ইমরান। আদালত প্রাঙ্গণের সামনে পিটিআই নেতা-কর্মী ও ইসলামাবাদ পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। দুই পক্ষের এমন মারমুখী অবস্থান দেখে শেষ পর্যন্ত এ দিনের শুনানি স্থগিত করেন বিচারক। তিনি আদালতের বাইরে ইমরানের হাজিরা নিয়েই কাযক্রম বন্ধ করে দেন। বিচারক বলেন, তিনি চান না আদালত এলাকায় সহিংস পরিস্থিতি সৃষ্টি হোক। তোশাখানা মামলায় ইমরান হাজিরার স্বাক্ষর নিয়েই বিচারক শুনানি বন্ধ রাখেন। পরবর্তী সময় শুনানির নতুন তারিখ জানানো হবে।
এদিকে লাহোরে শনিবার ইমরানের বাসভবন জামান পার্ক এলাকায় বড় ধরনের অভিযান চালায় পুলিশ। এ সময় পিটিআই কর্মীদের বেধড়ক লাঠিপেটা করা হয়। একপর্যায়ে পুলিশ ইমরানের বাড়িতে প্রবেশ করে।
সুদানের বিমান বাহিনী দেশটির আবাসিক এলাকা, বাজার, স্কুল ও বাস্তুচ্যুতদের শিবির লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়েছে। এতে অন্তত ১,৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গৃহযুদ্ধ চলাকালে সেখানে বিমান হামলা নিয়ে এক তদন্তে এমন তথ্য উঠে এসেছে।
‘সুদান উইটনেস প্রজেক্ট’ বলেছে, সুদানে ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সাম্প্রতিকতম লড়াইয়ে সরকারি বাহিনী (এসএএফ) যেসব বড় বড় বিমান হামলা চালিয়েছে এবং তাতে হতাহতের ঘটনা ঘটেছে, সেসব তথ্য নিয়ে তথ্যভাণ্ডার প্রস্তুত করেছে তারা।
তাদের বিশ্লেষণ দেখায়, বিমান বাহিনী জনবসতিপূর্ণ এলাকায় আনগাইডেড (নিয়ন্ত্রণহীন) বোমা ব্যবহার করেছে। আনগাইডেড বোমা বলতে এমন বোমা বোঝানো হয়, যা নির্দিষ্ট কোনো লক্ষ্যে ছোড়া হয় না; বরং আকাশ থেকে ফেলার পর সেটি যেকোনো এলাকায় পড়তে পারে। এতে ক্ষয়ক্ষতি বেশি হয়।
সুদান উইটনেস প্রজেক্ট শুধু যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানোর ঘটনাগুলো বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে। সুদানের সশস্ত্র বাহিনীর হাতে যুদ্ধবিমান আছে। কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী, প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছে কোনো যুদ্ধবিমান নেই।
আরএসএফ আকাশ থেকে হামলা চালাতে ড্রোন ব্যবহার করেছে। কিন্তু এ গবেষণায় ড্রোন হামলায় হতাহত ব্যক্তির সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রজেক্ট পরিচালনাকারী মার্ক স্নুক বলেন, ‘আমার মনে হয় এসএএফকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি হওয়া উচিত।’
বিবিসির মন্তব্য জানতে চাওয়া অনুরোধের জবাব দেয়নি এসএএফ। তবে তারা পূর্বে দাবি করেছে যে তারা কখনো বেসামরিকদের লক্ষ্য করে না-তাদের বিমান হামলা শুধু আরএসএফের সমাবেশ, অবস্থান ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে, যেগুলো বৈধ সামরিক লক্ষ্য হিসেবে স্বীকৃত।
সুদান উইটনেস হলো সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্সের (সিআইআর) পরিচালিত একটি উদ্যোগ, যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রকাশের কাজ করে। এ প্রকল্পের জন্য ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তহবিল পেয়েছে তারা।
বিবিসি ওই গবেষণা প্রতিবেদনের একটি আগাম অনুলিপি হাতে পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সুদান উইটনেস ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত পরিচালিত ৩৮৪টি বিমান হামলার ঘটনা বিশ্লেষণ করেছে। এসব হামলায় ১ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত ও ১ হাজার ১২০ জন আহত হয়েছেন। নিহত ও আহত উভয় সংখ্যাই আরও বেশি হতে পারে। কারণ, তারা সর্বনিম্ন সংখ্যা ধরে এ হিসাব করেছে।
সুদান উইটনেস যে ৩৮৪ ঘটনা বিশ্লেষণ করেছে, তার মধ্যে ৩৫টি ঘটনায় বোমাবর্ষণ করা হয় বাজার বা বাণিজ্যিক স্থাপনায়। হামলার সময় ওই সব স্থানে মানুষের ভিড় ছিল। আর ১৯টি হামলা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্র, বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে।
সুদান উইটনেস স্বীকার করেছে, তাদের গবেষণা অসম্পূর্ণ। কারণ, তাদের ফলাফল মোট হামলার সংখ্যার ভিত্তিতে নয়; বরং তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
কনফ্লিক্ট ইনসাইটস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাস্টিন লিঞ্চ বিবিসিকে বলেন, ‘সুদানের সংঘাতে বেসামরিক নাগরিকরাই আরএসএফ ও এসএএফের মধ্যেকার লড়াইয়ের প্রধান শিকার।’
তিনি বলেন, ‘সুদানের সংঘাত মূলত বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ। বিমান শক্তি ও ভারী অস্ত্র বেসামরিকদের ওপরই বেশি ব্যবহৃত হচ্ছে, সামরিক লক্ষ্যবস্তুর চেয়ে।’
জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন অন্তত ২ হাজার বাড়ির হাজারো বাসিন্দা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
গত সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ধসে পড়ে সড়ক, অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায় ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় শীতের রাতে হাজারো মানুষ দুর্ভোগে পড়েন। প্রথমে এই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ বলা হলেও পরে তা সংশোধন করা হয়।
জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) বলেছে, আগামী কয়েক দিনে একই মাত্রা বা আরও বড় ধরনের ভূমিকম্প হতে পারে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, অওমোরি উপকূলের এই ভূমিকম্পে ৩০ জন আহত হয়েছেন, যার মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর। ভূমিকম্পের পর ৭০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউ দেখা যায়।
জানা গেছে, এই ভূমিকম্পে হোক্কাইদো অঞ্চলে আহতের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অনেক এলাকায় রাস্তার গায়ে বড় বড় ফাটল দেখা গেছে, কোথাও গাড়ি ধসে যাওয়া গর্তে পড়ে গেছে, আর ভবনের জানালা ভেঙে কাচ ছড়িয়ে পড়েছে।
সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেছেন, প্রাথমিকভাবে একাধিক বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেলেও পরে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানান, মাটি প্রায় ৩০ সেকেন্ড তীব্রভাবে কেঁপেছিল। একই সঙ্গে স্মার্টফোনে সতর্ক সাইরেন বাজতে থাকে।
অওমোরির হাসিকামি এলাকার বাসিন্দা ডাইকি শিমোহাতা জানান, কম্পনটি ছিল আমাদের জীবনে সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা। প্রায় ২০ সেকেন্ড ধরে সবকিছু কাঁপছিল। আমরা দুই বছরের মেয়ে আর এক বছরের ছেলেকে বুকে চেপে ধরে ছিলাম। এই ঘটনায় ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের কথা মনে পড়ে যায়।
ভূমিকম্পের পর ২৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, অনেক অস্থায়ী আশ্রয়কেন্দ্র দ্রুতই পূর্ণ হয়ে যায়।
এদিকে, শূন্য ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় ২৭০০ বাড়িতে বিদ্যুৎ ছিল না। যদিও গতকাল মঙ্গলবার সকালে অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ ফিরে আসে। মাত্র ৪০টির মতো বাড়িতে সংযোগ বিঘ্নিত থাকে।
প্রধানমন্ত্রী তাকাইচি নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগামী এক সপ্তাহ আবহাওয়া অফিস কিংবা স্থানীয় সরকারের নির্দেশ শুনুন। ঘরের ভারী আসবাবপত্র ঠিকভাবে স্থির আছে কি না দেখুন ও আবার কম্পন অনুভব করলে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি রাখুন।
জাপানে ভূমিকম্পের ঝুঁকি
জাপানে ২০১১ সালের ৯ মাত্রার ভূমিকম্পে আঘাত হানার পর সৃষ্ট সুনামি ১৮,৫০০ মানুষের প্রাণ কেড়ে নেয় ও ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত করে।
চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় জাপান বিশ্বে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে বছরে ১৫০০টিরও বেশি কম্পন অনুভূত হয়।
এ বছর জানুয়ারিতে সরকারি একটি প্যানেল জানায়, জাপানের দক্ষিণের নানকাই ট্রাফ এলাকায় আগামী ৩০ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা ৭৫-৮২ শতাংশ। মার্চে সরকারের নতুন হিসাব বলছে, এমন ‘মেগা ভূমিকম্প’ ও সুনামিতে ২ লাখ ৯৮ হাজার মানুষের প্রাণহানি ও ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।
ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশকের আশঙ্কা
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পের পর এলাকাটিতে শক্তিশালী আফটারশকের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, উপকূল থেকে প্রায় ৪৪ মাইল দূরে, প্রায় ৩৩ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। কেন্দ্রস্থল থেকে প্রায় ৪০০ মাইল দূরে রাজধানী টোকিওতে ৩০ সেকেন্ডেরও বেশি সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পের আগে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) সতর্ক করেছিল যে, চলতি সপ্তাহে আট বা তার চেয়েও বেশি মাত্রার বড় ভূমিকম্প ঘটতে পারে। যদিও এটি সত্য হওয়ার আশঙ্কা তারা এক শতাংশ বলে উল্লেখ করেছিল, তবু নিজেদের জীবন রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিল সংস্থাটি।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা
ভূমিকম্পের পরপরই হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে আশঙ্কার তুলনায় ঢেউয়ের উচ্চতা অনেক কম ছিল। ইওয়াতের কুজি বন্দরে ২ দশমিক ৩ ফুট, আর আওমোরি ও হোক্কাইডোতে ১ দশমিক ৩ ফুট উচ্চতার সুনামি ঢেউ পর্যবেক্ষণ করা হয়।
কয়েক ঘণ্টা পর সতর্কতাটি কমিয়ে সুনামি পরামর্শ জারি করা হয় এবং গতকাল মঙ্গলবার সকালে সেটিও তুলে নেওয়া হয়।
পরিবহন ও বিদ্যুৎব্যবস্থায় বিঘ্ন
জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি জানান, ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং আরও শক্তিশালী ঝাঁকুনি (আফটারশক) আসার আশঙ্কা রয়েছে। একই সময় প্রধান ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা জানান, আওমোরিতে আগুন লাগার ঘটনা এবং বেশ কিছু জায়গায় আহতের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে আওমোরি ও ইওয়াতে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। ফুকুশিমা থেকে আওমোরি পর্যন্ত দ্রুতগতির ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু মহাসড়কও বন্ধ রয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, আওমোরির মুত্সু শহরে একটি হোটেলসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি গাড়ি ভেঙে যাওয়া সড়কে আটকে আছে।
তবে কিহারা জানিয়েছেন, হিগাশিদোরি ও ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোন অস্বাভাবিকতা পাওয়া যায়নি। অন্যান্য স্থাপনাগুলোও পরীক্ষা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কেননা, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৃঢ়ভাবে জানিয়েছেন, রাশিয়ার কাছে কোন ধরনের ভূখণ্ড ছাড় দেওয়া হবে না।
ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ‘ইউক্রেনের কোন অংশ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’
তিনি বলেন, ‘আমাদের আইনে, সংবিধানে, আন্তর্জাতিক আইনে কোথাও এর অনুমতি নেই। নৈতিকভাবেও আমরা তা করতে পারি না।’
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে হলে জনগণের গণভোটের প্রয়োজন হবে।
গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র–ইউক্রেনের গোপন বৈঠকে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল, তা কিয়েভ গ্রহণ না করায় এই সংশোধিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
ডাউনিং স্ট্রিট বৈঠক
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে ডাউনিং স্ট্রিটে এক জরুরি বৈঠকে অংশ নেন জেলেনস্কি। বৈঠকে নেতারা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন এবং ‘ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দেন।
জেলেনস্কি বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। তিনি ব্রাসেলসে ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করবেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা হবে। এসব বৈঠকের লক্ষ্য- যেকোনো শান্তিচুক্তি হলে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সক্ষম একটি আন্তর্জাতিক জোট গঠন।
এদিকে মস্কো দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলাপ ‘গঠনমূলক’ ছিল। যদিও ক্রেমলিনের অবস্থানে প্রকাশ্য কোন পরিবর্তন দেখা যায়নি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তির পথে প্রধান বাধা জেলেনস্কিই’। এছাড়া তিনি হতাশা প্রকাশ করে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো প্রস্তাবটি পড়েও দেখেননি।
ডোনাল্ড ট্রাম্প এও দাবি করেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘সমস্যা নেই’ বলে জানিয়েছে।
ইউক্রেনের আরও দুটি এলাকা দখলের দাবি রাশিয়ার
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের আরও দুটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। খারকোভ ও দোনেৎস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ছুঁড়েছে সেনারা। ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে।
দোনেৎস্কের দিমিত্রোভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। গ্রিশিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ।
প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, পোক্রোভোস্কে রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মিরনোরাদ থেকে পিছু হটেছে রুশ সেনারা। খারকিভের একটি বাঁধ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কিয়েভের।
ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার হোয়াইট হাউজের এক বৈঠকে তিনি জানান, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন নতুন শুল্ক আরোপ করতে পারে। কারণ, দুদেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং স্থবির হয়ে আছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবারের বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন ও একই সঙ্গে ভারতসহ এশিয়ার দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানির তীব্র সমালোচনা করেন।
রিপাবলিকান এই নেতা অভিযোগ করেন, কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি আবারও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের কৃষকদের রক্ষায় তিনি শুল্ককে আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে বদ্ধপরিকর। তার ভাষায়, প্রশাসন মার্কিন কৃষকদের জন্য ১২ বিলিয়ন অর্থাৎ ১২০০ কোটি ডলার অর্থনৈতিক সহায়তা দেবে। আর এই অর্থায়ন আসবে বাণিজ্য অংশীদারদের কাছ থেকে যুক্তরাষ্ট্র যে শুল্ক রাজস্ব সংগ্রহ করছে, সেখান থেকে।
ট্রাম্প বলেন, আমরা সত্যিই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের পণ্য নিচ্ছি, যদি একটু ভেবে দেখেন। তিনি অভিযোগ করেন, বহুদেশ এমনভাবে যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
তিনি আরও দাবি করেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া মুদ্রাস্ফীতি ও নিম্ন পণ্যমূল্যের প্রভাবে বিপর্যস্ত খামার অর্থনীতিকে স্থিতিশীল করতেই এই সহায়তা অপরিহার্য। তার মতে, কৃষকরা অপরিহার্য জাতীয় সম্পদ ও যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড। মার্কিন কৃষিকে পুনরুজ্জীবিত করতে শুল্ককে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেন তিনি।
দীর্ঘ আলোচনায় চাল আমদানি প্রসঙ্গ উঠলে ভারতকে প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। লুইজিয়ানার এক উৎপাদক বলেন, ভারতীয় চাল দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য ‘ধ্বংসাত্মক’ হয়ে উঠছে। এরপর ট্রাম্পকে জানানো হয়, মার্কিন খুচরা বাজারে বিক্রি হওয়া চালের সবচেয়ে বড় দুটি ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন। উত্তরে ট্রাম্প বলেন, ঠিক আছে, আমরা এটা দেখছি। এটা খুবই সহজ শুল্ক আরোপ করলে দুই মিনিটেই সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরও যোগ করেন, তাদের (ভারত) ডাম্পিং করা উচিত নয় আমি এটা শুনেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি। এটা চলতে পারে না।
এ সময় ট্রাম্প কানাডা থেকে আসা সারের ওপরও সম্ভাব্য কঠোর শুল্কের ইঙ্গিত দেন, যাতে স্থানীয় উৎপাদন বাড়ানো যায়। তার ভাষায়, অনেক সারই আসে কানাডা থেকে। প্রয়োজন হলে এর ওপর খুবই কঠোর শুল্ক দেবো, কারণ এভাবেই আপনারা এখানে উৎপাদন জোরদার করতে পারবেন। তিনি আরও বলেন, আমরা সবাই এটা এখানেই করতে পারি।
গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাসমতি, অন্যান্য চালজাত পণ্য, মসলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করে ভারত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা ও ডাল কেনে ভারত। তবে ভর্তুকি, বাজার প্রবেশাধিকার ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অভিযোগ, বিশেষ করে চাল ও চিনি সংক্রান্ত বিরোধ দুদেশের আলোচনায় নিয়মিত চাপ সৃষ্টি করছে।
পাকিস্তানের সেনাপ্রধান এবং নবগঠিত প্রতিরক্ষা বাহিনীর প্রধান (চিফ অব ডিফেন্স ফোর্সেস) ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে ভারতের কোনো ‘ভুল ধারণা’ রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামীতে পাকিস্তানের জবাব হবে আরও দ্রুত ও অনেক বেশি তীব্র।
সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) আয়োজিত এক গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ হিসেবে তার নিয়োগ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ফিল্ড মার্শাল মুনির নবগঠিত ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে সামরিক পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং হুমকিগুলো বহুমাত্রিক রূপ নিচ্ছে। তাই স্থল, নৌ ও বিমান—এই তিন বাহিনীর সমন্বয়ে বহুমাত্রিক সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে।
তিনি আশ্বস্ত করেন যে, নতুন কাঠামোর অধীনে প্রতিটি বাহিনী তাদের নিজস্ব কার্যক্রম, স্বায়ত্তশাসন ও স্বতন্ত্রতা বজায় রেখেই কাজ করবে। তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার একীভূত উচ্চ নেতৃত্বের অধীনে তিন বাহিনীর অপারেশন সমন্বয় ও সুশৃঙ্খল পরিচালনায় নেতৃত্ব দেবে। ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ফিল্ড মার্শাল মুনিরের এই বার্তা এবং পাকিস্তানের সামরিক কাঠামোর এই পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারণার সময় তুমুল আলোচিত সেই ভাড়ার বাসা ছেড়ে অবশেষে শহরের ঐতিহাসিক ‘গ্রেসি ম্যানশনে’ ওঠার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১ জানুয়ারি শপথ গ্রহণের পর তিনি সস্ত্রীক ম্যানহাটনের ইস্ট নদীর তীরে অবস্থিত এই প্রাসাদে উঠবেন। সোমবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে মামদানি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৪ বছর বয়সী জোহরান মামদানি বর্তমানে কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকায় একটি ভাড়ার অ্যাপার্টমেন্টে থাকেন। নির্বাচনী প্রচারণার সময় তার এই বাসাটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। মামদানির মূল প্রতিশ্রুতি ছিল বাসা ভাড়া না বাড়ানো। তবে তার প্রতিদ্বন্দ্বী ও নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো অভিযোগ করেছিলেন, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানির সন্তান হয়েও মামদানি একটি ‘রেন্ট স্ট্যাবিলাইজড’ বা নিয়ন্ত্রিত ভাড়ার অ্যাপার্টমেন্ট দখল করে আছেন। বর্তমানে ওই অ্যাপার্টমেন্টের জন্য তিনি মাসে প্রায় ২ হাজার ৩০০ ডলার ভাড়া দেন, যেখানে নিউইয়র্কে এক বেডরুমের বাসার গড় ভাড়া প্রায় সাড়ে ৩ হাজার ডলার।
সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে মামদানি জানান, গত সপ্তাহে নিউইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের ট্রেন শোতে গিয়ে তিনি তার নতুন বাসভবনটি দেখেন। এরপরই তিনি এবং তার স্ত্রী রামা জানুয়ারিতে সেখানে ওঠার সিদ্ধান্ত নেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পরিবারের নিরাপত্তা এবং নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার এজেন্ডায় পূর্ণ মনোযোগ দিতেই এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অ্যাস্টোরিয়ায় আর না থাকলেও, অ্যাস্টোরিয়া সব সময় আমার ভেতরে এবং আমার কাজের মধ্যে বেঁচে থাকবে।’
১৭৯৯ সালে নির্মিত ‘গ্রেসি ম্যানশন’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিউইয়র্ক সিটির মেয়রদের ঐতিহ্যবাহী বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাখনের মতো হলুদ রঙের দেওয়াল, সবুজ জানালা ও সাদা রেলিংয়ের এই প্রাসাদে পাঁচটি শয়নকক্ষ রয়েছে। তবে এই ঐতিহাসিক ভবনটি নিয়ে রয়েছে নানা ভৌতিক গল্প। সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর স্ত্রী চিরলেন ম্যাকক্রে জানিয়েছিলেন, এখানে দরজা নিজে নিজেই খুলে যায় ও বন্ধ হয় এবং মেঝের কাঠে ভুতুড়ে শব্দ হয়। এমনকি বিদায়ী মেয়র এরিক অ্যাডামসও ২০২২ সালে বলেছিলেন, ‘ওখানে ভূত আছে।’ তবে এসব কথায় তিনি কান দিচ্ছেন না বলে জানিয়েছেন অ্যাডামস।
জানুয়ারিতে শপথ নেওয়ার পর মামদানি তার ছোট অ্যাপার্টমেন্ট ছেড়ে এই ঐতিহাসিক ও কঠোর নিরাপত্তা বেষ্টিত প্রাসাদে নতুন জীবন শুরু করবেন।
সূত্র: বিবিসি।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অনুদান আসতে শুরু করেছে। স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরের আহ্বানে সাড়া দিয়ে মানুষ এতটাই মুক্তহস্তে দান করছেন যে, টাকা রাখার জন্য ১১টি বড় ট্রাঙ্ক পূর্ণ হয়ে গেছে। অনুদানের এই বিশাল অঙ্কের টাকা গুনতে অন্তত ৩০ জন লোক এবং টাকা গোনার মেশিন নিযুক্ত করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতেই বেলডাঙায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন প্রায় ৪০ হাজার মানুষের জন্য শাহী বিরিয়ানির আয়োজন করেছিলেন হুমায়ুন কবির। সভাস্থলে ১১টি স্টেনলেস স্টিলের দানবাক্স রাখা হয়েছিল। মসজিদটি নির্মাণের জন্য প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়েছে, যার মধ্যে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার সন্ধ্যা থেকে আলেম-উলামাদের উপস্থিতিতে এবং ‘পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’-এর সহায়তায় টাকা গণনা শুরু হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার বা লাইভ করা হচ্ছে।
গণনা কার্যক্রমের প্রাথমিক তথ্যে দেখা গেছে, রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত মাত্র চারটি বাক্স ও একটি বস্তা গুনে নগদ ৩৭ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে। এছাড়া অনলাইনে কিউআর কোড স্ক্যান করে জমা পড়েছে আরও ৯৩ লাখ টাকা। বাকি সাতটি দানবাক্সের গণনা সোমবার বিকেল থেকে শুরু হয়েছে। বিধায়কের ঘনিষ্ঠ মহল দাবি করছে, অনুদানের পরিমাণ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে এবং বিদেশ থেকেও অর্থ সহায়তা আসছে। এই বিপুল অর্থ সংরক্ষণের জন্য সিসি ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হচ্ছে এবং ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে।
উল্লেখ্য, অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের সঙ্গে মুর্শিদাবাদের এই মসজিদের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও নামটির আবেগে সাড়া দিয়েছেন অনেকে। তবে এই মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে। দল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবলেও ভোটারদের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কোটিপতি এই বিধায়ক জানিয়েছেন, শুধু মুর্শিদাবাদ নয়, বীরভূম ও মালদহ জেলা থেকেও একই নামে মসজিদ তৈরির প্রস্তাব আসছে, যা তিনি বিবেচনায় রেখেছেন।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট মোকাবিলায় পাকিস্তানকে সহায়তা হিসেবে আরও ১২০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির দ্বিতীয় দফার পর্যালোচনা শেষে মঙ্গলবার আইএমএফের নির্বাহী বোর্ড এই ঋণ ছাড়ের সিদ্ধান্ত জানায়। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদিত ঋণের মধ্যে ১০০ কোটি ডলার নিয়মিত অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং বাকি ২০ কোটি ডলার জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলার অবকাঠামো উন্নয়নে ব্যয় করতে হবে।
এর আগে ২০২৪ সালে আইএমএফ পাকিস্তানকে দুই দফায় মোট ৩৩০ কোটি ডলার ঋণ দিয়েছিল, যা ৩৭ মাসের কিস্তিতে পরিশোধের শর্ত ছিল। নতুন অনুমোদিত এই ১২০ কোটি ডলার সেই ঋণের সঙ্গেই যুক্ত হলো। গত কয়েক দশক ধরে আইএমএফের ঋণের ওপর নির্ভরশীল পাকিস্তান করোনা পরবর্তী সময়ে রিজার্ভ সংকটে পড়ে ঋণ পেতে বেশ বেগ পেতে হচ্ছিল। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা সত্ত্বেও দেশটি তাদের রিজার্ভ ১ হাজার ৪৫০ কোটি ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছে, যা আইএমএফের আস্থা অর্জনে সহায়তা করেছে।
ঋণ অনুমোদনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আইএমএফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এই সহায়তা প্রমাণ করে যে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার সঠিক পথে রয়েছে। সংস্কার কর্মসূচিতে সহযোগিতার জন্য তিনি দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরকে ধন্যবাদ জানান। একইসঙ্গে ঋণের কিস্তি নিশ্চিত করতে অর্থমন্ত্রী মুহম্মদ আওরঙ্গজেবের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
সূত্র: এএফপি, জিও নিউজ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে আফগানিস্তান সীমান্তবর্তী কুর্রাম জেলায় এই হামলার ঘটনা ঘটে। এলাকাটি একসময় উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল। ভৌগোলিক অবস্থানের কারণে এই সীমান্ত এলাকাটি নিরাপত্তার দিক দিয়ে বেশ সংবেদনশীল।
হামলার পর পরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে হামলার ধরণ বা এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে চালানো এই হামলায় বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরাইল দাবি করেছে, হিজবুল্লাহর এলিট ইউনিট ‘রাদওয়ান ফোর্স’-এর ব্যবহৃত বিভিন্ন অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান পরিচালিত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর তথ্যমতে, হামলায় রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করা হয়েছে। তাদের অভিযোগ, এই স্থানগুলো ব্যবহার করেই সশস্ত্র গোষ্ঠীটি ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা সাজাত এবং তা বাস্তবায়ন করত। হিজবুল্লাহর পক্ষ থেকে আসা হুমকি নির্মূল করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই লেবাননে উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইল বৈরুতে একাধিকবার হামলা চালিয়েছে এবং দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় তাদের হামলা প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া লেবানন সীমান্ত এলাকার পাঁচটি প্রধান স্থানে এখনো ইসরাইলি সেনা মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রস্তুত করা খসড়া শান্তি প্রস্তাবটি এখনো পড়ে দেখেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অসন্তোষের কথা জানান।
ট্রাম্প বলেন, জেলেনস্কি এখনো প্রস্তাবটি না পড়ায় তিনি কিছুটা হতাশ বোধ করছেন। অথচ জেলেনস্কির ঘনিষ্ঠরা যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটি পছন্দ করেছেন বলে জানান তিনি। একইসঙ্গে, ওয়াশিংটনের প্রস্তাবিত এই সমঝোতা চুক্তিতে জেলেনস্কি আদৌ রাজি হবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তার মতে, প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা না করার পেছনে জেলেনস্কির কোনো ব্যাখ্যা থাকা প্রয়োজন।
এর আগে গত নভেম্বরে ওয়াশিংটন এই সংকট নিরসনে ২৮ দফার একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল। তবে সেই নথি নিয়ে কিয়েভ ও তাদের ইউরোপীয় অংশীদারদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তা সংশোধনের দাবি ওঠে। পরবর্তীতে জেনেভায় পরামর্শ বৈঠকের পর ট্রাম্প জানান, মস্কো ও কিয়েভ—উভয় পক্ষের অবস্থান বিবেচনায় নিয়ে খসড়াটি সংশোধন করা হয়েছে এবং দফার সংখ্যা কমিয়ে ২২-এ নামিয়ে আনা হয়েছে। এখন কেবল কিছু অমীমাংসিত বিষয় বাকি রয়েছে।
শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে জোর কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২ ডিসেম্বর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেন। সেখানে শান্তি পরিকল্পনার চারটি নথির ওপর আলোচনা হয়। অন্যদিকে, গত শনিবার ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের তিন দিনের আলোচনা শেষ হয়েছে। এরপর উইটকফ ও কুশনার ফোনে জেলেনস্কির সঙ্গে কথাও বলেছেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, যুক্তরাষ্ট্র এখন ভূখণ্ড সংক্রান্ত বিরোধ মেটাতে নতুন পথের সন্ধান করছে।
ইউক্রেনের রণাঙ্গনে এখন রাশিয়ার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন ৭০ হাজারেরও বেশি নারী সেনা। ২০২২ সালে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সাড়ে পাঁচ হাজারের বেশি নারী সেনা সরাসরি সম্মুখযুদ্ধে বা ফ্রন্টলাইনে অবস্থান করছেন। এই বিশাল বাহিনী গড়ে ওঠার পেছনে এবং নারীদের সক্রিয় অংশগ্রহণে বড় ভূমিকা রেখেছে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন যুদ্ধ।
ড্রোন প্রযুক্তি যুদ্ধের প্রচলিত ধারণা অনেকটাই পাল্টে দিয়েছে। এখন সম্মুখসারির প্রথাগত শারীরিক লড়াইয়ে অংশ না নিয়েও নারীরা প্রযুক্তিগতভাবে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাশিয়ার তেল স্থাপনা, গোলাবারুদ মজুতঘর ধ্বংস কিংবা নজরদারির কাজে ড্রোন এখন ইউক্রেনের অন্যতম প্রধান হাতিয়ার। তৃতীয় আর্মি কর্পসের ২৬ বছর বয়সী সদস্য মনকা, যিনি একসময় বিদেশে রেস্তোরাঁ ব্যবস্থাপক ছিলেন, এখন এফপিভি ড্রোন চালক। তিনি জানান, প্রযুক্তির কারণে এখন আর হাতে ভারি গোলাবারুদ নিয়ে ছুটতে হয় না, বরং দূর থেকেই তা শত্রুর ওপর প্রয়োগ করা যায়, যা যুদ্ধের ময়দানে এক অবিশ্বাস্য পরিবর্তন এনেছে।
অন্যদিকে, ৯ম ব্রিগেডের ২৫ বছর বয়সী ড্রোন পাইলট ইয়াহা বলেন, দূর থেকে শত্রুকে আঘাত করার কৌশলটিই তাকে এই পথে এনেছে। তবে তার মতে, যুদ্ধ কোনো রোমাঞ্চকর বিষয় নয়; এটি শুধুই যন্ত্রণা ও হারানোর গল্প। তবুও পরিস্থিতি বদলাতেই তারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন। একইভাবে পেশাদার হকি খেলোয়াড় থেকে প্যারামেডিক এবং পরে ড্রোন পাইলট হওয়া ২৭ বছর বয়সী ইমলা শুরুতে নার্ভাস থাকলেও সময়ের সঙ্গে এখন আত্মবিশ্বাসী যোদ্ধায় পরিণত হয়েছেন।
খারতিয়া কর্পসের মতো ইউনিটগুলো এখন নারীদের লক্ষ্য করে বিশেষ নিয়োগ প্রচারণা চালাচ্ছে। খারতিয়ার কর্মকর্তা ভলোদিমির দেহতিয়ারোভের মতে, প্রযুক্তির প্রসার, বিশেষ করে ড্রোনের ব্যবহার ঐতিহাসিকভাবে পুরুষনির্ভর পেশাগুলোকে নারীদের জন্য সহজ ও উন্মুক্ত করে দিয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া তথ্যমতে, ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে প্রায় ৪৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ লাখ ৯০ হাজার আহত হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে নারী সেনাদের অংশগ্রহণ ইউক্রেনীয় প্রতিরোধে নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: এনডিটিভি
দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে। রোববার থাইল্যান্ডের সি সা কেত প্রদেশ সংলগ্ন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন থাই সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রোববার দুপুর সোয়া ২টার দিকে কম্বোডিয়ার সেনাবাহিনী সীমান্ত লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে। জবাবে থাই সেনারাও পাল্টা গুলি চালায়। প্রায় ৩৫ মিনিট ধরে চলা এই গোলাগুলি থামে দুপুর ২টা ৫০ মিনিটে। এ ঘটনায় আহত দুই সেনার একজনের পায়ে ও অন্যজনের বুকে গুলি লেগেছে। সংঘাতের পরপরই নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী চারটি প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানির সীমান্ত এলাকা থেকে কয়েক হাজার সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে থাই কর্তৃপক্ষ।
এই সংঘাতের সূত্রপাত মূলত জাতিসংঘের কাছে থাইল্যান্ডের একটি অভিযোগকে কেন্দ্র করে। রোববারই থাইল্যান্ড অভিযোগ করে যে, কম্বোডিয়া গোপনে থাই ভূখণ্ডের বিশাল এলাকাজুড়ে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। এসব মাইন বিস্ফোরণে সম্প্রতি বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। থাই সরকার জাতিসংঘের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করার কিছুক্ষণের মধ্যেই সীমান্তে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে গত জুলাই মাসে দীর্ঘ ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে বড় ধরনের সংঘাতে জড়িয়েছিল দেশ দুটি। সে সময় টানা ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৩২ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, রোববারের এই ঘটনায় সীমান্তে আবারও অস্থিরতা ফিরে এল।
সূত্র: বিবিসি